যশোর জেলা শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভায় জেলা অ্যাম্বাসেডরবৃন্দ

২৩ ফেব্রুয়ারী যশোর জেলা শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তাবৃন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও জেলা অ্যাম্বাসেডরগণের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহঃ
১. প্রতি উপজেলা থেকে ১ জন অ্যাম্বাসেডর কো-অর্ডিনেট করবেন। যাঁর নাম এবং মোবাইল নাম্বার অফিসে দিতে হবে। শিক্ষা অফিস তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবেন।
২. আগামী সভা অনুষ্ঠিত হওয়ার আগেই ঝিকরগাছা উপজেলায় অ্যাম্বাসেডর বৃদ্ধি করতে হবে।
৩. শিক্ষা সংক্রান্ত সকল কাজে অ্যাম্বাসেডরদের সম্পৃক্তকরণ।
এ ছাড়াও বিজ্ঞান মেলা, সৃজনশীল মেধা অন্বেষণ এবং মুজিব বর্ষ কর্মসূচি রয়েছে । কোথাও কোনো অনিয়ম হলে ডিও স্যারকে অবহিত করা এবং যশোর জেলাকে ডিজিটালাইজড করার দিকে এগিয়ে নেয়ার জন্য গঠনমূলক পরামর্শ দেওয়া।

সাম্প্রতিক মন্তব্য


স্বরুপ কুমার দাস
রেটিংসহ অভিনন্দন। আমার আপলোড করা কন্টেন্টগুলো দেখে আপনার মূল্যবান পরামর্শ ও মতামত প্রদান করার অনু্রোধ করছি

মোঃ মেরাজুল ইসলাম
শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার, রেটার মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতাগণ, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব,বাতায়নের সকল স্যার- ম্যামগণ দয়া করে আমার এই সপ্তাহের ৫৭ তম কনটেন্ট ৫ম শ্রেণির বাওবি বিষয়ের নদীভাঙ্গন কন্টেন্ট মতামত ও পরামর্শ দিবেন। ভালো লাগলে লাইক এবং রেটিং দিবেন। আমাকে একবার সেরা হওয়ার সুযোগ করে দিন। সকলকে ধন্যবাদ । এম. মেরাজুল ইসলাম জেলা অ্যাম্বাসেডর , হবি গঞ্জ ।

মোঃ মেরাজুল ইসলাম
শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার, রেটার মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতাগণ, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব,বাতায়নের সকল স্যার- ম্যামগণ দয়া করে আমার এই সপ্তাহের ৫৭ তম কনটেন্ট ৫ম শ্রেণির বাওবি বিষয়ের নদীভাঙ্গন কন্টেন্ট মতামত ও পরামর্শ দিবেন। ভালো লাগলে লাইক এবং রেটিং দিবেন। আমাকে একবার সেরা হওয়ার সুযোগ করে দিন। সকলকে ধন্যবাদ । এম. মেরাজুল ইসলাম জেলা অ্যাম্বাসেডর , হবি গঞ্জ ।
মতামত দিন