নন এমপিও শিক্ষক সমাজ আজ বড়ই অবহেলিত।
★★নন এমপিও শিক্ষকদের বৈধ অধিকার প্রসঙ্গে★★
শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর যিনি অসীম দয়ালু ও পরম করুণাময়, আন্তরিকতার সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনাকে....
কেননা তিনিই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্বনির্ভর, ডিজিটাল ও উন্নত রাষ্ট্রে রুপায়নের তাগিদে একের পর এক চ্যালেঞ্জমূলক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন....
এদের মধ্যে প্রশংসিত ও আলোচিত কর্মসূচি হলো শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য ভূমিকা। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ঘোষণায়, ২০১৯-২০২০ সালের মধ্যেই আড়াই হাজার নন এমপিও মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিও ভুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন..
বাংলাদেশ সরকারের এই মহতী উদ্যোগকে দেশের সমস্ত এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী স্বাগত জানান, কিন্তু পরিতাপের বিষয় হল, যে সকল এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষকগণ এনটিআরসিএ প্রতিষ্ঠানের সনদধারী এবং বৈধ নিয়োগ প্রাপ্ত হওয়া সত্ত্বেও এখনো এমপিও ভুক্ত হয়নি এবং যারা ২০১৫ সালের নিয়োগ বন্ধের পূর্বে সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত, বিগত ৭-৮ বছর যাবত সামান্য বেতনে তাদের মেধা ও শ্রম দিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করে আসছেন তাদের প্রতি যেন অবিচার করা না হয়....
নতুন করে স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিও ভুক্ত করা হলে, প্রথম পর্যায়ে এ সকল শিক্ষকদের প্রতি সুবিচার করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন তথা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সরকারের সফল ও যোগ্যতম মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ।
এসকল নন এমপিও শিক্ষকদের আকুল আবেদন বিশেষভাবে বিবেচনায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত বাস্তবায়নে এগিয়ে আসবেন বলে সকল নন এমপিও শিক্ষকদের আন্তরিক বিশ্বাস।
****কৃতজ্ঞতায়***
মোহাম্মদ আবু তাহের
বিবিএস সম্মান, এম বি এস (হিসাববিজ্ঞান),
পরীক্ষক(হিঃবিঃ) চট্টগ্রাম শিক্ষাবোর্ড,চট্টগ্রাম। এনটিআরসিএ,বি এড,PGDLIS (প্রথম শ্রেণি), প্রশিক্ষণ আইসিটি বিটিটি অফলাইন ভার্শন ২০১৯, বেসিক কোর্স স্কাউট ইন বাংলাদেশ,সৃজনশীল প্রশ্ন, পিবিএম,সহকারী শিক্ষক, বাকলিয়া উচ্চ বিদ্যালয়,বড়কবরস্হান
রাহাত্তারপুল,চান্দগাঁও, চট্টগ্রাম।

সাম্প্রতিক মন্তব্য


গোলাম ফারুক
চলছে রহমতের মাস রমজান এই রমজান হোক সকলের জন্য বরকতময়।চমৎকার নির্মানের জন্য লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ।আমার এ সপ্তাহের কন্টেন্ট টি দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। বাতায়ন লিঙ্ক https://www.teachers.gov.bd/profile/glm.farukict

আবদুল্লাহ- আল- মামুন
ঘরে থাকুন সুস্থ থাকুন। লাইক ও রেটিং সহ শুভ কামনা রইল। আমার কনটেন্ট দেখে মতামত প্রদানের জন্য অনুরোধ রইল।

আবদুল্লাহ- আল- মামুন
ঘরে থাকুন সুস্থ থাকুন। লাইক ও রেটিং সহ শুভ কামনা রইল। আমার কনটেন্ট দেখে মতামত প্রদানের জন্য অনুরোধ রইল।

বিবেকানন্দ বিশ্বাস
ধন্যবাদ আপনাকে পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার বাতায়নে আপনাকে স্বাগতম। https://www.teachers.gov.bd/content/details/564921

অজয় কৃষ্ণ পাল
শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার, রেটার মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতাগণ, বাতায়নের সকল স্যার- ম্যাম ও আইসিটি জেলা এম্বাসেডর মহোদয়গণ আমার উদ্ভাবনী গল্পটি দেখার ও পূর্ণ রেটিং সহ গঠনমূলক মতামতের জন্য বিনীত অনুরোধ করছি। আপনাদের সহযোগীতা পেলে সুন্দর , শ্রেণি উপযোগী ও মানসম্মত কনন্টেন্ট উপহার দিয়ে শিক্ষক বাতায়ন কে আরো সমৃদ্ধি করার চেষ্টা করব। শিক্ষক বাতায়ন আই ডি: ajoy.cbmhs https://www.teachers.gov.bd/content/details/564586 https://www.teachers.gov.bd/content/details/564583

বীণা মিত্র
পূর্ণ রেটিংসহ শুভকামনা । ঘরে থাকুন সুস্থ থাকুন, শ্রেণী উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধি করেছেন, আপনার সাফল্য কামনা করি। আমার কন্টেন্ট দেখে লাইক, রেটিং এবং আপনার মূল্যবান মতামত দেয়ার বিনীত অনুরোধ রইল।

মোঃ কবির উদ্দিন
ঘরে থাকুন, সুস্থ থাকুন। লাইক ও রেটিং সহ শুভ কামনা রইল। আমার কনটেন্ট দেখে মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল।
মতামত দিন