জনাব অভিজিৎ সাহা(a2i) স্যার মহোদয়ের উপস্থিতিতে নওগাঁ ও জয়পুরহাট জেলা এ্যাম্বাসেডরদের সফল জুম মিটিং।

১১-০৫-২০২০ খ্রি. সোমবার রাত নয় টায় নওগাঁ ও জয়পুরহাট জেলা এ্যাম্বাসেডরদের সমন্বয়ে একটি জুম মিটিংএর আয়োজন করা হয়। উক্ত মিটিং এ প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অভিজিৎ সাহা(a2i) স্যার মহোদয়। মিটিং এর আলোচ্য বিষয় ছিল আমরা ঘরে থাকি, ইন্টারনেট ও আইসিটির যথাযথ ব্যবহার করি এবং শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসি।
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম রক্ষার্থে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এটুআই এর কারিগরি সহায়তায় নিয়মিতভাবে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত সংসদ টেলিভিশনে পাঠ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ফেসবুকে কিশোর বাতায়ন ও এটুআই এর পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ বষয়ে জনাব অভিজিৎ সাহা(a2i) স্যার মহোদয় নওগাঁ ও জয়পুরহাট জেলা এ্যাম্বাসেডরদের ক্লিয়ার ভাবে জানিয়ে দেন। একজন জেলা অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে নিজ জেলা ও উপজেলা পর্যায়ে সহকর্মীদের বিষয়টি অবগত করা ও শিক্ষার্থীদের সরাসরি ক্লাসগুলো দেখার সুযোগ করে দেয়ার কথা বলা হয়। এ্যাম্বাসেডরগণ নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা উল্লেখ করেন। অতিথি মহোদয় প্রতিটি সমস্যার সমাধান দিয়েছেন এবং আরো বলেছেন শিক্ষার্থীরা টেলিভিশনের পাঠ কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি যাদের টেলিভিশনে সম্ভব নয় তারা ফেজবুকে কিশোর বাতায়ন পেইজের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করবে। আর এই সহজ কাজটি এ্যাম্বাসেডরগণ ফেসবুক শেয়ারের মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে সকলকে উদ্বুদ্ধ করবে এবং সক্রিয় অংশ গ্রহণের সুযোগ করে দেবে। এ প্রস্তাবে সকলে একমত পোষন করেন এবং আলোচনান্তে সকলকে ধন্যবাদ জানিয়ে একটি সফল জুম মিটিং এর সমাপ্তি ঘোষণা করা হয়।
এখানে উল্লেখ্য-
একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়মিত পাঠ কার্যক্রম দেখতে চোখ রাখুন কিশোর বাতায়নের ফেসবুক পেজে।
সরকারের এই উদ্যোগকে সফল করতে প্রতিদিন এবং নিয়মিতভাবে কিশোর বাতায়ন ফেসবুক পেজ থেকে অনলাইন লাইভ ক্লাসগুলো নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আসুন আমরা ঘরে থাকি, ইন্টারনেট ও আইসিটির যথাযথ ব্যবহার করি এবং শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসি।
কিশোর বাতায়ন ফেসবুক পেজঃ কিশোর বাতায়ন @konnect.edu.bd
কিশোর বাতায়ন ইউটিউব চ্যানেলঃ কিশোর বাতায়ন - Konnect https://www.youtube.com/channel/UCSdEG6ugXjX1DaOiZ8um6HA
'আমার ঘরে আমার স্কুল' কিশোর বাতায়নঃ

সাম্প্রতিক মন্তব্য


মোঃ মুজিবুর রহমান
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করছি।





মোঃ ফিরোজ
পূর্ণ রেটিংসহ শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকের আপলোডকৃত কনটেন্টগুলো দেখে আপনার মূল্যবান মতামত সহ লাইক ও রেটিং প্রত্যাশা করছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং বাতায়নের সাথেই থাকুন।

গোলাম ফারুক
চলছে রহমতের মাস রমজান এই রমজান হোক সকলের জন্য বরকতময়।চমৎকার নির্মানের জন্য লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ।আমার এ সপ্তাহের কন্টেন্ট টি দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। বাতায়ন লিঙ্ক https://www.teachers.gov.bd/profile/glm.farukict

বীণা মিত্র
পূর্ণ রেটিংসহ শুভকামনা। আমার কন্টেন্ট দেখে, আপনার মূল্যবান মতামত দেয়ার বিনীত অনুরোধ রইল।


Purnima Das
লাইক ও পূর্ণ রেটিং সহ অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনার সাফল্য কামনা করছি।


মাকসুদা খাতুন
ধন্যবাদ আলোচনা সফল হোক। লাইক ও পূর্ণ রেটিং সহ সকলের জন্য শুভকামনা রইল।
মতামত দিন