জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হওয়ার গল্প

আমি মোঃ ত্রিনয়ন হাসান চঞ্চল সহকারী শিক্ষক কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয় খালিয়াজুরী, নেত্রকোণা। আমি যখন 2019 সালে শিক্ষকতা পেশায় যোগদান করি তখন থেকেই আমার শিক্ষক বাতায়ন নিয়ে খুব বেশি আগ্রহ ছিল। আমি শিক্ষক বাতায়নের কনটেন্ট গুলো দেখতাম কিভাবে তৈরি করে সেগুলো ফলো করতাম। হাওর পারের শিক্ষক সম্মেলনে যোগদান করে আনোয়ার উদ্দিন হিরন স্যারের সংস্পর্শে এসে আমি শিক্ষক বাতায়নে নিয়মিত হয় এবং নিয়মিত কনটেন্ট করতে থাকি। আমার জেলায় ২৩ জন এম্বাসেডর থাকার পরেও আমি জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করি এবং অ্যাম্বাসেডর হওয়ার যে শর্তাবলী রয়েছে সেগুলো পূরণ করার জন্য সচেষ্ট হই। ২০২০ সালে মে মাসে আমি শর্তগুলো পূরণ করি এবং জেলা এম্বাসেডর করার জন্য আবেদন করি এবং আমার আবেদনের প্রেক্ষিতে এটুআই কর্তৃপক্ষ আমাকে এম্বাসেডর হিসেবে নিয়োজিত করেন। বর্তমানে আমি নেত্রকোনা অনলাইনে স্কুলে চালিয়ে যাচ্ছি এবং জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে যা যা করণীয় সকল করার চেষ্টা করছি। আমার শিক্ষকতা পেশায় বড় কিছু অর্জন করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। সেই ধাপের ছোট একটি অর্জন হচ্ছে শিক্ষক বাতায়নের জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হওয়া।আমি আমার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি আল্লাহতালা যদি সহায় হন আমি আমার স্বপ্নে পৌঁছাবো ইনশাল্লাহ।

সাম্প্রতিক মন্তব্য


তাছলিমা আক্তার
আসসালামু আলাইকুম । লাইক ও পূর্ণ রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন । ভালো থাকুন , সুস্থ থাকুন , নিজেকে নিরাপদে রাখুন । আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের অনুরোধ রইল । https://www.teachers.gov.bd/content/details/582140
মতামত দিন