প্রাকৃতিক দূর্যোগ বন্যা ও বাংলাদেশে তার প্রভাব

বন্যা বাংলাদেশের একটি নৈমিত্তিক ঘটনা হয়ে দেখা দিয়েছে। করোনার যাঁতাকলে পৃষ্ঠ হয়ে মেরুদণ্ড সোজা হতে না হতেই বন্যার অপূরণীয় ক্ষতি মানুষকে করেছে দিশেহারা। প্রায় চার সপ্তাহের মধ্যেই তিন তিন বার বন্যা মানুষের জীবনকে হানা দিয়েছে। কেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষ এখন ঘরছাড়া প্রায়। বানবাসী মানুষের হাহাকারে বাংলার আকাশ-বাতাস জর্জরিত। খাদ্য,পানীয়জল, ওষধ,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাবে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। গৃহপালিত পশু-পাখি, মাছের খামার পানিতে তলিয়ে গেছে। এতে পানিবাহিত মারাত্মক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
এ দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

সাম্প্রতিক মন্তব্য


মোঃ রওশন জামিল
পূর্ণ রেটিংসহ শুভ কামনা। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ্য থাকুন।

মোঃ নূরবখ্ত মিয়া
পূর্ণরেটিং সহ শুভকামনা। আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ রইল। https://www.teachers.gov.bd/content/details/639683


মোঃ শফিকুল ইসলাম
পূর্ণ রেটিং সহ শুভকামনা ও অভিনন্দন । আমার আপলোডকৃত কন্টেন্ট দেখে লাইক ও রেটিংসহ মূল্যবান মতামত প্রদানের অনুরোধ রইল।

বিশ্ব নাথ দাস
সুন্দর ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক ও পূর্ন রেটিংসহ শুভকামনা রইল। আমার তৈরীকৃত এ পাক্ষিকের উদ্ভাবনের গল্প দেখে আপনার সুচিন্তিত মতামত সহ আমার মেয়ে বিজয়ার স্পোকেন ইংলিশ ক্লাশগুলো দেখে বিজয়ার ইউটিউব চ্যানেলটি Bijoya Dot Net সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি। ইউটিউব লিংক-https://youtu.be/svmW_wd1Ls8

সুরঞ্জন
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ রইল। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে লাইক কমেন্টস ও রেটিং দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

আবু হোসাইন মোঃ আসাদুল ইসলাম
লাইক ও পূর্ণরেটিংসহ ধন্যবাদ ও শুভকামনা। আমার এ পাক্ষিকের ৩৬তম আপলোডকৃত ৫ম শ্রেণির আয়ত, নির্দেশনামুলক চিত্র অঙ্কন (পৃষ্টা-১০১) কনটেন্ট দেখে মূল্যবান লাইক, রেটিং ও মতামত দানের জন্য বিনীত অনুরোধ রইল।
মতামত দিন