রক্তঝরা আগস্ট -জাতীয় শোক দিবস।দক্ষিণ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেজমগঞ্জ,নোয়াখালী।

আজ ১৫ আগস্ট ২০২০।জাতির এক কলংকময়,দুঃসহ যন্ত্রনার দিন।বুকের মধ্যে রক্তক্ষরণের দিন।এই জাতিকে মাথা উঁচু করে দাঁড় করালেন যিনি,যিনি দেখালেন মুক্ত হবার পথ,যিনি দিলেন একটি নাম,একটি দেশের জন্ম,তার বুকেই সপরিবারে চালানো হল বুলেট।হত্যা করা হল নির্মমভাবে।এমনকি ছোট্ট শিশু রাসেলকেও রেহাই দেয়া হলনা।
একটা জাতির জন্য এটা কতটা লজ্জার হতে পারে,ভাবা যায়!
করোনা মহামারির এই দীর্ঘ ছুটির মধ্যে আমার বিদ্যালয়ে পালিত হল জাতীয় শোক দিবস-২০২০।প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষক এই দিবসে উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।যথাযপ্তহ মর্যাদায় এই দিবসটি উদযাপিত হয়।পবিত্র কোরান তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।সভাপতি,প্রধান শিক্ষক এবং দুইজন সহকারী শিক্ষক দিনটি নিয়ে আলোচনা করেন।
এই দিনে শহিদ হওা বঙ্গবন্ধু পরিবারের সবার জন্য দোয়া করা হয়।এভাবেই শেষ হয় আজকের জাতীয় শোক দিবস।

সাম্প্রতিক মন্তব্য


সালমা আকতার লিপি
জাতীয় শোক দিবসে জানাই জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা।

মোসাঃ রাফিয়া খাতুন
আপনার কনটেন্ট অনেক মানসম্মত হয়েছে লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা রইল শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করে শিক্ষক বাতায়ন কে আরও সমৃদ্ধ করবেন বলে আশা রাখি ঘরে থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আর প্লিজ আমার বাড়ি ঘুরে এসেছে আপনার সুচিন্তিত মতামত প্রদান করবেন ধন্যবাদ |

মোঃ রওশন জামিল
সুন্দর ও মানসম্মত কন্টেন্ট এর জন্য পূর্ণ রেটিং সহ শুভ কামনা ও অভিনন্দন। কন্টেন্ট আপলোড করে প্রাণপ্রিয় বাতায়নকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। সুস্থ্য থাকুন।।।। বাতায়নে এ পাক্ষিকে আপলোডকৃত কন্টেন্ট এ রেটিংসহ আপনার মূল্যবান মতামত দেবার অনুরোধ রাখলাম।।

Most Marju Ara Begum
লাইক ও পূর্ণরেটিং সহ শুভকামনা। আমার আপলোডকৃত ব্লগ দেখার অনুরোধ রইলো।

এম .সাখাওয়াত হোসেন ,নেত্রকোনা ।
পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার বাতায়ন পেইজে আপনার নিমন্ত্রণ রইল।

এম .সাখাওয়াত হোসেন ,নেত্রকোনা ।
পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার বাতায়ন পেইজে আপনার নিমন্ত্রণ রইল।

মতামত দিন