করোনায় শিক্ষা নিয়ে আমার ভাবনা ও আমার কিছু পরামর্শ

** করোনা পরবর্তীতে শিক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করতে হবে।
** শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ছুটি গুলোর সমন্বয় করতে হবে।
** শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করে সংক্ষিপ্ত সিলেবাস ও নির্দিষ্ট সময়ে শিক্ষাবর্ষ শেষ করতে হবে।
** পিএসসি, জেএসসি, এসএসসি এবং উচ্চ শিক্ষায় পরীক্ষার সময়সূচিতে কৌশলগত পরিবর্তন আনতে হবে। এমনকি বন্ধের দিনেও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।
** করোনা পরবর্তী সময়ে শ্রেণীর সময় কমিয়ে নূন্যতম ৮ বিষয়ে পাঠদান করা যেতে পারে।
** নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষকগণকে প্রতিষ্ঠানে অবস্থান নিশ্চিত করতে হবে। এতে প্রশাসনিক তদারকি নিশ্চিত করতে হবে।
** সপ্তাহে ছয় দিনই পূর্ণ কর্মঘন্টা নির্ধারণ করা যেতে পারে। এতে অতিরিক্ত ক্লাস নেয়ার প্রয়োজন হবে না।
** গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জোর দিয়ে বার্ষিক শিক্ষক রুটিনে পরিবর্তন আনা প্রয়োজন হবে।
আমেরিকাসহ কয়েকটি দেশ একবছরের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। তাদের কৌশল অবলম্বন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেতে পারে। তা ছাড়াও ১৯৭০ সালের প্রলয়ংকরি বন্যা ১৯৭১ সালের ৯ মাসব্যাপী মুক্তিযুদ্ধ পরবর্তী গৃহীত পদক্ষেপ ও অভিজ্ঞতা গ্রহণ করা যেতে পারে। এতদসত্ত্বেও সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াবে বাংলাদেশর শিক্ষাব্যাবস্থা - ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় -
মো মোজাফফর হোসেন
সহকারী শিক্ষক (বিজ্ঞান)
শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

সাম্প্রতিক মন্তব্য


মোছাঃ শিরীন সুলতানা
লাইক ও পূর্ণরেটিং সহ শুভকামনা। আমার আপলোডকৃত ব্লগ দেখার অনুরোধ রইলো।

মোঃ হারুনর রশীদ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। এডোবি ইলেস্ট্রেটর আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামতসহ লাইক ও রেটিং করবেন এই আশাবাদ ব্যাক্ত করছি।

মোঃ হারুনর রশীদ
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা ও ধন্যবাদ। এডোবি ইলেস্ট্রেটর আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামতসহ লাইক ও রেটিং করবেন এই আশাবাদ ব্যাক্ত করছি।

বিনয় কুমার বিশ্বাস
মুজিব জন্মশতবর্ষের শুভেচ্ছা রইল । পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ধন্যবাদ । মন্তব্য করুন।

মোঃ সাফিকুল ইসলাম চৌধুরী
সম্মানিত স্যার, আসসালামু আলাইকুম, সুন্দর লেখা উপহার দেয়ার জন্য লাইক ও পূর্ণ রেটিং সহ ধন্যবাদ। স্যার, আমি গত ১৭/০৯/২০২০খ্রিঃ একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন “সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত।” শিক্ষক বাতায়নে আপলোড করলাম। কন্টেনটিতে NCTB এর শিখনফল অর্জনের সর্বাত্নক চেষ্টা করেছি। প্লিজ, আমার কন্টেনটি দেখে আপনার মূল্যবান মতামত দিন এবং ভালো লাগলে সেরা রেটিংসহ লাইক দিন।

রফরফের নুর সিদ্দিকা
বাতায়নকে সমৃদ্ধ করার জন্য পূর্ণ রেটিং সহ ধন্যবাদ । আমার কন্টেন্ট দেখার জন্য অনুরোধ করছি ।
মতামত দিন