আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ।

বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকীতে অফুরন্ত শুভেচ্ছা।দেশ ও জাতির সেবার মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন এই বাংলার মানুষের হৃদয়ে।তাঁর জন্মবার্ষিকীতে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।তাঁর যোগ্য নেতৃত্বের মাধ্যমে এদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে্।স্বনির্ভর জাতি হিসেবে নিজেদের আসন সূদৃঢ় করতে সক্ষম হয়েছে।রাষ্ট্রীয় কাজের পাশাপাশি তিনি লেখালেখিতেও যথেষ্ট অবদান রেখেছেন। তাঁর লেখা এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। প্রকাশিত অন্যতম বইগুলো হচ্ছে- শেখ মুজিব আমার পিতা, সাদা কালো, ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র্য দূরীকরণ, আমাদের ছোট রাসেল সোনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম, সামরিকতন্ত্র বনাম গনতন্ত্র, আর্ন্তজাতিক সর্ম্পক উন্নয়ন, বিপন্ন গনতন্ত্র, সহেনা মানবতার অবমাননা, আমরা জনগণের কথা বলতে এসেছি, সবুজ মাঠ পেরিয়ে ইত্যাদি।এই শিক্ষানুরাগী,শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী বেঁচে থাকবেন সবার মাঝে শত সহস্র বছর।

সাম্প্রতিক মন্তব্য


মোছাঃ শিরীন সুলতানা
লাইক ও পূর্ন রেটিং সহ শুভকামনা । আমার এ পাক্ষিকের কন্টেন্ট দেখে লাইক ও পূর্ণ রেটিং দেবার সবিনয় অনুরোধ জানাচ্ছি

মাকসুদা খাতুন
লাইক ও পূর্ন রেটিং সহ শুভকামনা । আমার এ পাক্ষিকের দুটি কন্টেন্ট দেখে লাইক ও পূর্ণ রেটিং দেবার সবিনয় অনুরোধ জানাচ্ছি । https://www.teachers.gov.bd/content/details/694253 https://www.teachers.gov.bd/content/details/702280
মতামত দিন