বিস্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা।

আসসালামুআলাইকুম। আমি নাহিদ আখতার পারভীন। সহকারী শিক্ষক জগদীশ পুর সরকারি প্রাথমিক বিদ্যাল, তারা গঞ্জ, রংপুর।
বিস্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সেই সাথে আসউন সকল শিক্ষক আজকের এই দিনে প্রতিজ্ঞা বদ্ধ হই।
আমরা ভালো মানুস হবো
ভালো মানুস হতে প্রেরনা যোগাব।
সকল শিক্ষক সুস্থ থাকবেন ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।আমি জেলা এম্বাসেডর হিসেবে কাজ করছি। একজন স্কাউটার হিসেবে দেশের সেবা ও একজন ভালো মানুস গড়ার কারিগর হিসেবে কাজ করছি। শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তা দিয়ে যাচ্ছি। কোভিড ১৯ এর কারনে বিভিন্ন অনলাইন স্কুলে কাজ করে যাচ্ছি। নিজের উদ্যোগে ও শিক্ষা পরিবারএর সহায়তায় তারাগঞ্জ অনলাইন স্কুল এর যাত্রা শুরু হয়েছে।আগামীতে আর ও ভালোভাবে কাজ করে দেশ ও জাতির সেবা করতে চাই। দোয়া করবেন। সবার জন্য শুভ কামনা।

সাম্প্রতিক মন্তব্য


অচিন্ত্য কুমার মন্ডল
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ https://www.teachers.gov.bd/content/details/736853 https://www.teachers.gov.bd/blog-details/580123

বিনয় কুমার বিশ্বাস
মুজিব জন্মশতবর্ষের শুভেচ্ছা রইল । পূর্ণ রেটিং ও লাইকসহ শুভকামনা ও অভিনন্দন। আমার কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত , রেটিং ও লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি ।ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। ধন্যবাদ । মন্তব্য করুন।
মতামত দিন