মা সমাবেশ কী? কেন মা সমাবেশ করা প্রয়োজন? মা সমাবেশের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতি ও ঝড়ে রোধ।

মা সমাবেশঃ নেপোলিয়ন বলেছিলেন, "আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব"।প্রাথমিক শিক্ষাই হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ পরিক্রমার প্রথম ধাপ। মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে যখন একটি শিশু প্রথম বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে তখন শুরু হয় তার নতুন জগতে বিচরণ।এই বিচরণকে মসৃণ করতে মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষায় ‘মা সমাবেশ’ নামক একটি আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ের সকল শিশুর মায়েদের প্রতিমাসে একটি নির্দিষ্ট দিনে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। সেদিন সকল শিশু তার মা সহ বিদ্যালয়ে হাজির হয়।
মা সমাবেশের প্রয়োজনীয়তাঃএই মা সমাবেশের মাধ্যমেই সমাজকে সচেতন করা হয় শিশু শিক্ষার প্রতি নজর দেয়ার জন্য। শিশুর ভবিষ্যৎ গঠনে প্রথম পদক্ষেপ সাধারণত মাই নিয়ে থাকেন। তাই ‘মা সমাবেশ’ অত্যন্ত গুরুত্ব বহন করে, মা সমাবেশের মাধ্যমে-শিশুর আচার আচরণ সম্পর্কে অবহিত করা,শিশুর মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে তা জানা, শিশুর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে শিক্ষক ও পরিবারের মধ্যে তথ্য বিনিময় করা,কোনো শিক্ষার্থীর উপস্থিতি ও বিদ্যালয়ে না আসার প্রবণতা থাকলে তা জানা, শিক্ষা জীবনে শিক্ষার্থীর ফলাফল কেমন, তার উন্নয়নের ক্ষেত্রগুলো কি কি তা মায়ের মাধ্যমে প্রতিটি পরিবারে জানা,মা সমাবেশের মাধ্যমে পরিবারের সদস্যদের শিশু সম্পর্কে সচেতন করা,শিক্ষার্থীর ঘাটতিগুলো সনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা, শিশুর জন্য পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ বজায় রাখা,শিশুর পাঠের তদারকি এবং শেখার কাজে শিশুকে আগ্রহী করে তোলা যায়। শিশুকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার জন্য এবং উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করার জন্য সম্ভব হয় মা সমাবেশের মাধ্যমেই।মা সমাবেশের মাধ্যমে একজন মা আরও একাধিক মায়ের সাথে ভাব বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন যার দরূন সন্তানের জন্য সঠিক ও উপযুক্ত লক্ষ্য নির্ধারণ সহজ হয়।প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ভাবে মা সমাবেশের আয়োজন করা হয়। যেমন কোনো বিদ্যালয়ে এক একটি শ্রেণির অভিভাবকদের এক একদিন ডাকা হয়।

সাম্প্রতিক মন্তব্য





মোহাম্মাদ আলী জিন্নাহ
পূর্ণ রেটিংসহ ধন্যবাদ। আমার কনটেন্ট দেখার বিনীত অনুরোধ রইল।

মোঃ মিজানুর রহমান
পূর্ণ রেটিংসহ ধন্যবাদ। আমার কনটেন্ট দেখার বিনীত অনুরোধ রইল।

অচিন্ত্য কুমার মন্ডল
শুভকামনা রইলো এবং সেই সাথে পূর্ণ রেটিং । আপনার তৈরি কন্টেন্ট আমার দৃষ্টিতে সেরার তালিকা ভুক্ত। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার এ পাক্ষিকের কন্টেন্ট ও ব্লগ দেখার ও রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ https://www.teachers.gov.bd/content/details/777226 https://www.teachers.gov.bd/blog-details/584544

রফরফের নুর সিদ্দিকা
পূর্ণ রেটিং, লাইক, কমেন্টসহ শুভকামনা রইল। এই পাক্ষিক-এ নির্মিত আমার কনটেন্ট দেখার জন্য বাতায়ন বাড়ি আমন্ত্রণ রইল।

মোঃ মেহেদুল ইসলাম
আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার, এডমিন, সেরা কনটেন্ট নির্মাতা, শিক্ষক বাতায়নের সকল শিক্ষক- শিক্ষিকা ও আইসিটি জেলা অ্যাম্বাসেডর স্যারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ওঅভিনন্দনhttps://www.teachers.gov.bd/content/details/780113 http://teachers.gov.bd/blog-details/584023

মোঃ তৌফিকুল ইসলাম
লাইক ও রেটিংসহ শুভকামনা। আমার এ পাক্ষিকে আপলোডকৃত কন্টেন্ট এ আপনার লাইক ও রেটিং প্রার্থনা করছি। আমার কন্টেন্ট এর লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/777801








আব্দুল্লাহ আত তারিক
শুভ সন্ধ্যা, আপনার কল্যাণ হোক। আপনার নির্মিত ব্লগে -এ পূর্ণ রেটিং, লাইক, কমেন্টসহ শুভকামনা রইল। এই পাক্ষিক-এ নির্মিত আমার কনটেন্ট #মংড়ুর_পথে দেখার জন্য বাতায়ন বাড়ি আমন্ত্রণ রইল।

মাহবুবুল আলম (তোহা)
https://www.teachers.gov.bd/content/details/777153






























মতামত দিন