ইনশাআল্লাহ্ দেখা হবেই বিজয়ে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ।

আসসালামু আলাইকুম,
ইনশাআল্লাহ্ দেখা হবেই বিজয়ে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ।
শ্রদ্ধেয় প্যাডাগজি স্যার, রেটার মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতাগণ, বাতায়নের সকল স্যার/ম্যাডাম ও আইসিটি জেলা অ্যাম্বাসেডর মহোদয়গণ । আপনারা আমাকে জানুয়ারী মাসের ২য় পাক্ষিকে ফেব্রুয়ারী মাসের ১ম পাক্ষিকে সরবোচ্চ রেটিং দিয়ে আমাকে চিরঋণী করেছেন, যে ঋণ আমি কোন দিন শোধ করতে পারবনা । আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকলে সামনে আরও সুন্দর , শ্রেণি উপযোগী ও মানসম্মত কনন্টেন্ট উপহার দিয়ে "শিক্ষক বাতায়নকে" আরো সমৃদ্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্ ও নিজেকে সমৃদ্ধ করতে পারব যা আমার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আপনাদের সফলতা কামনা করছি।
শেখ মোঃ সোহেল রানা
প্রভাষক
সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ
সাঘাটা, গাইবান্ধা ও
ICT4E জেলা এ্যাম্বাসেডর, গাইবান্ধা
বাতায়ন আইডিঃ stcrana2013
ই-মেইলঃ stcrana2013@gmail.com

সাম্প্রতিক মন্তব্য


মোহাম্মদ আবদুল কুদ্দুস
কুমিল্লা জেলার লালমাই উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম স্যার ই-প্রাইমারির তথ্য হালনাগাদ করতেছেন। এই তথ্য হালনাগাদ করতে গিয়ে সকল শিক্ষক থেকে ৫০ টাকা করে নিয়েছেন। যেই যেই বিদ্যালয়ের শিক্ষকগণ নিজেরা নিজেদের তথ্য হালনাগাদ পুর্বেই হালনাগাদ করে রেখেছেন তাদের থেকেও টাকা নিয়েছেন।টাকা দিতে নিষেধ করলে সহকারি উপজেলা শিক্ষা অফিসারের দালালরা কয়েকজন শিক্ষকের সাথে খুব খারাপ আচরণ করেন। প্রত্যেক বিদ্যালয়র আইসিটিতে দক্ষ শিক্ষক থাকার পরও কেন শিক্ষকগণ টাকা দিতে হবে? আর যারা তথ্য পুর্বেই তথ্য হালনাগাদ করে রেখেছেন তারাও কেন টাকা দিতে হবে? শিক্ষকদেরকে নিজের কাজ নিজে করতে না দিলে শিক্ষকগণ কিভাবে আইসিটিতে দক্ষ হবে?

রাহিমা আক্তার
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো। আমার আপলোডকৃত কনটেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি।

মোছাঃ জেসমিন আক্তার
লাইক ও পুর্নরেটিংসহ শুভকামনা। আমার কন্টেন্ট দেখার আমন্ত্রন রইল।

মোঃ নূরল আলম
মান সম্মত বাতায়নকে সমৃদ্ধি করায় লাইক ও পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল। আমার বাতায়ন পেইজ ঘুরে আসার জন্য আমন্ত্রন রইল।

অরবিন্দ বিশ্বাস
ইংরেজী বর্ষ-২০২১ শুভেচ্ছো জানিয়ে পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল আপনার প্রতি। সে জন্য আপনাকে একটু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। আমার ১৯/০২ /২০২১ তারিখের ৩৬তম কনটেন্ট ষষ্ঠ শ্রেনির সপ্তম অধ্যায় ‘অর্থনৈতিক জীবনধারা” কনটেন্ট দেখে রেটিং সহ মতামত প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করু ন। কনটেন্ট লিঙ্কঃ https://www.teachers.gov.bd/content/details/884424

মোঃ মামুনুর রহমান
আমার কনটেন্টগুলোতে বিশেষ করে ২৪/০২/২১ তারিখের ৯ম/১০ম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা বিষয়ক কনটেন্টটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও পূর্ণ রেটিং প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এছাড়াও সম্মানিত প্যাডাগোজি রেটার ও এডমিন প্যানেল মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, আইসিটি অ্যাম্বাসেডরবৃন্দ ও সেরা অনলাইন পারফর্মারদের নিকট পূর্ণ রেটিং আশা করছি। বাতায়ন আইডি : mamunggghsc10 , Profile Name : মোঃ মামুনুর রহমান Content Link : https://www.teachers.gov.bd/content/details/889823

মো. নাজমুল হোসাইন
চমৎকার, লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

মোছা. ফেরদৌসী খাতুন
চমৎকার, লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

মোঃ শাহ্ আলম
চমৎকার, লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।

লুৎফর রহমান
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার এ পাক্ষিকে আপলোডকৃত ৫৩ তম কনটেন্ট ও ব্লগ দেখে লাইক,গঠন মূলক মতামত ও রেটিং প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। কনটেন্ট লিংকঃ https://www.teachers.gov.bd/content/details/880562

মোঃ মোনোয়ারুল ইসলাম
চমৎকার, লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।
মতামত দিন