মাধ্যমিক পর্যায়ের নির্বাচিত ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের পাইলটিং আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হবে। আর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস মার্চের শুরু থেকে শুরু হচ্ছে। প্রাথমিকের ক্লাস শুরু হলে নির্বাচিত প্রাইমারি স্কুলগুলো নতুন কারিকুলাম টাইআউট শুরু করবে।
শনিবার বিকেলে এনসিটিবিতে অনুষ্ঠিত নতুন কারিকুলামের বই নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমারা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলামের ট্রাইআউট শুরু করছি। ইতোমধ্যে নতুন কারিকুলামের পাঠ্যবই নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে। দীর্ঘ গবেষণা ও অনেক পরিশ্রম করে শিক্ষক ও কারিকুলাম বিশেষজ্ঞরা নতুন কারিকুলামের বই তৈরি করেছেন। যদি নতুন কারিকুলামের বইয়ে কোনো ভুলভ্রান্তি থাকলে সে বিষয়ে আমাদের জানান। আমরা আশা করি, সেসব দিক সংশোধন করে আমরা ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে নির্ধারিত শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু করতে পারবো।
প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন কারিকুলাম বাস্তবায়ন কবে শুরু হচ্ছে তা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মাধ্যমিক পর্যায়ের ট্রাইআউট ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আর প্রাথমিকের পাঠদান শুরু হচ্ছে মার্চের শুরুতে। পাঠদান শুরু হলে তারা নতুন কারিকুলামের ট্রাইআউট শুরু করবেন বলে আশা করছি।
আগামী বছর থেকে দেশের প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, নতুন কারিকুলামের ট্রাই আউট চালানো প্রতিষ্ঠানগুলোতে এখন থেকেই দুইদিন সাপ্তাহিক ছুটি থাকবে।
অনুষ্ঠানে ডা. দীপু মনি আরও বলেন, আমাদের প্রত্যাশা নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জন নয়, জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে দক্ষতা, সঠিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ শিখতে পারবে। সব কিছুর সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীরা দক্ষ মানুষ হবে, নিজেরা চিন্তা করতে শিখবে, চিন্তার জগত প্রসারিত হবে, শিক্ষার্থীরা যা শিখবে তা প্রয়োগ করা শিখবে, সমস্যা চিহ্নিত করতে পারবে, তার সমাধান খুঁজে বের করতে পারবে। আমরা শিক্ষার্থীদের সেভাবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধুর দেখানো পথে যে গন্তব্য আমরা ঠিক করেছি, সেই গন্তব্যে পৌঁছাতে হলে গতানুগতিক যে পড়াশোনা সেটি যথেষ্ট ছিলো না। কাজেই আমরা নতুন শিক্ষাক্রমে যাচ্ছি তাতে যেন সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি। আজকের শিশুরাই আগামী দিনে দেশের হাল ধরবে এবং দেশকে প্রত্যাশার সেই জায়গায় নিয়ে যাবে। সেই প্রত্যাশায় নতুন কারিকুলামের জন্য আমরা সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে নতুন কারিকুলাম করা হয়েছে।
এদিকে অনুষ্ঠানে এনসিটিবির সদস্য অধ্যাপক ড. মো. মসিউজ্জামান জানান, আগামী ২২ ফেব্রুয়ারি সকালে এনসিটিবিতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কারিকুলামের ট্রাইআউটের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আর পাইলটিংয়ের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষার্থীরা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
মতামত দিন