Loading..

প্রকাশনা

২৩ জুন, ২০২১ ০৫:৫৮ অপরাহ্ণ

প্রিয় তোমার জন্য ,(স্বরচিত কবিতা ) হাজেরা আক্তার

A picture containing flower, plant

Description automatically generatedA person wearing a pink hoodie

Description automatically generated with low confidenceShape

Description automatically generated with medium confidenceপ্রিয় তোমার জন্য

 

তোমার জন্য প্রিয়

আমি কোন যুদ্ধে যাবো না,

হাসি মুখে আমি

জীবন বিলিয়ে দিতে পারবো না

তোমার জন্য প্রিয়

কবিতা লেখা যায়,

ভাবনার দোলাচলে

কিছু সময় তোমার সাথে হারিয়ে যাওয়া যায়

তোমার জন্য প্রিয়

রাজপথে মিছিল করা যায় না,

পুলিশের টিয়ারশেলের আঘাতে

চুলের দৃষ্টিকে ঝাপসা করা যায় না

তোমার জন্য প্রিয়

তোমার চোখে অপলক দৃষ্টিতে

চেয়ে থাকা যায়

অনন্তকালের পথে ধরে

তোমার জন্য প্রিয়

শহিদ মিনারে অনশন করা যায় না,

তোমার জন্য

শিহরণ জাগানো আবেগী ভাষায়

প্রেম পত্র লিখা যায় দিস্তা ভরে

তোমার জন্য

রেললাইনে দাঁড়িয়ে আত্মবিসর্জন দেওয়া যায় না,

তোমার জন্য প্রিয় দাঁড়িয়ে থাকা যায়,

শত শুভকামনা নিয়ে

শোভিত পুষ্প হাতে ঘন্টা থেকে ঘন্টা

তোমার জন্য কি করা যায়

নির্জন কারাবাস,

তোমার জন্য সাজিয়ে তোলা যায়

নিজের মনের ভিতরকার চারিপাশ।

তবে কেন যুদ্ধ যুদ্ধ

কিসের যুদ্ধ,

আমার পৃথিবীর সবটাইতো তোমার,

তবে কেন রাজপথে মিছিল তোমার জন্য

আমি ত বলেছি

তুমি আমার থাকো আর নাই বা থাকো,

আমার মনের ভাষার সমস্ত বর্ণমালা তোমার জন্য।

তবে কেন শহিদ মিনারে অনশন হবে তোমার জন্য

আমার নিঃশ্বাসের যত অক্সিজেন কনা রয়েছে

তোমার প্রাণের স্পন্দনে প্রশ্বাস হয়ে

তোমাতে করবে বসবাস

তোমার জন্য কেন রেললাইনে দাড়িয়ে আত্মবিসর্জন দিবো?

আমার নুপুরের রিনিঝিনি ছন্দে

তোমাতে হারিয়ে নিজেকে আবার খোঁজে নিবো

তোমার জন্য নির্জন কারাবাস কেন?

তোমার জন্য ঘরের মাঝে প্রদীপ নিয়ে বসে থাকা যায়

আর তোমার ভাবনায় ঘোরে তোমার জন্য

রঙিন হাজার পৃথিবী রচনা করা যায়।।।

????

?মনি?

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি