Loading..

প্রেজেন্টেশন

২৩ জুন, ২০২১ ১০:০২ অপরাহ্ণ

শখের মৃৎশিল্প, শ্রেণি : পঞ্চম। পূর্ণিমা দাস, প্রধান শিক্ষক, মধ্যকুল মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর।
img
Purnima Das

প্রধান শিক্ষক

এই পাঠ শেষে শিক্ষার্থীরা------

শোনাঃ ১,২,১ উচ্চারিত পঠিত বাক্য, কথা মনোযোগ সহকারে শুনবে।

বলাঃ ৩,১,১ প্রমিত উচ্চারণে পড়তে পারবে।

পড়াঃ ১,৪,১ পাঠ্যপুস্তকের পাঠ শ্রবণযোগ্য স্পষ্টস্বরে ও প্রমিত উচ্চারণে সাবলীলভাবে পড়তে পারবে।

১,৫,২ বিরামচিহ্ন দেখে অর্থযতি ও শ্বাসযতি বজায় রেখে সাবলীলভাবে অনুচ্ছেদ পড়তে পারবে।

লেখাঃ ১,৪,১ যুক্তব্যঞ্জন ভেঙ্গে লিখতে পারবে।

১,৪,১ যুক্তব্যঞ্জন ব্যবহার করে নতুন নতুন শব্দ লিখতে পারবে।

১,৫,১ পাঠে ব্যবহুত শব্দ দিয়ে নতুন নতুন বাক্য লিখতে পারবে।