Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ জুন, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ

মা

মা একটি শব্দ। মা একটি ভাষা। মা একটি ডাক।যার মধ্য পৃথিবীর সবচেয়ে বড় মধুর অর্থ লোকিয়ে আছে। যার মধ্যে আছে শুধু মমত্ববোধ।  নাই কোনো সার্থকতা । নেই কোন পরশ্রীকাতরতা। আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। যে ব্যক্তি নিঃস্বার্থভাবে শুধু দিয়েই যায় নেবার কোন চিন্তাই করে না। যে ব্যক্তি তার সন্তানের অসুস্থতায় শিওরের পাশে সারা রাত্র বসে থাকে শুধু বিধাতার কাছে প্রার্থনা করে, হে বিধাতা তুমি আমার সন্তানকে ভালো করো। যে ব্যক্তি তার সন্তানের দুঃখের সবচেয়ে বেশি দুঃখিত হয়। যে ব্যক্তি নিজে না খেয়ে সন্তানকে খেতে দেয়। যে ব্যক্তি তার সন্তানের বিপদে সামনে গিয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সন্তানে দূরে ঠেলে দিলেও বলে না আমার সন্তানের অমঙ্গল হোক। সেই একটি নাম মা। যার দ্বিতীয় কোন তুলনা হয়না। এই পৃথিবীতে সেই সবচেয়ে বড় অভাগা যার মা নেই। আমি বলব প্রত্যেকের মা যেন আজীবন বেঁচে থাকে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি