Loading..

উদ্ভাবনের গল্প

০১ জুলাই, ২০২১ ০৮:০৯ অপরাহ্ণ

সবুজে ঘেরা আমাদের বিদ্যালয়

বিদ্যালয়ে প্রায় ৭০ প্রকারের বিভিন্ন প্রজাতির গাছ আছে। এখানে ফল গাছ,ফুল গাছ, কাঠ গাছ, ঔষধি গাছ রয়েছে। ফল গাছের মধ্য আম গাছ, জাম গাছ, কামরাঙ্গা গাছ, বিলম্ব গাছ,কটবেল গাছ, ,বেল গাছ,নারকেল গাছ,পেয়ারা গাছ,আমড়া গাছ,কাগজিলেবু গাছ,বাতাবি লেবু, জলপই,মন্ডফল,পেপে গাছ,কাঠাল গাছ,ডেউয়া গাছ,চালতা গাছ ইত্যাদি । কাঠ গাছের মধ্যে মেহগনি গাছ, আকাশমনি গাছ,দেবদারু গাছ । ্ঔষধি গাছের মধ্যে নিম গাছ,অর্জুন গাছ,তুলসি গাছ,বহেরা গাছ,হরতকি গাছ, আমলকি গাছ,বাসক পাতা,। ফুল গাছের মধ্যে বকুল ফুল,হলুদ জবা ফুল,কাঠ মালতি , লাল জবা ফুল,কামিনি ফুল ইত্যাদি।