Loading..

উদ্ভাবনের গল্প

০২ জুলাই, ২০২১ ০৯:০৫ অপরাহ্ণ

নতুন কুড়ি
img
Zaida Yasmin

সহকারী শিক্ষক

২০১৯ সাল থেকে কোভিড-১৯ সারা দেশ ভয়াবহ অবস্হায় যাচ্ছে।২০২০সালের প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলের অধ্যায়টি শুরু হয়েছে স্কুলের আঙিনায় না দেখে।আমি আয়োজন করেছিলাম প্রাক -প্রাথমিকে জন্য প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসঃপ্রাক -প্রাথমিক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে অনলাইনে ক্লাস মাধ্যমে। ক্লাসগুলো করেছিলেন বিভিন্ন জেলা  উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দরা।


২০২১সালে নির্দেশ এলো গুগল মিটে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও পড়াশুনা করাতে হবে। আমার মাথা একটি চিন্তা কাজ করেছে যে, প্রাক -প্রাথমিকের শিক্ষার্থীরা তো আমাকে চিনে না।আমি অভিভাবকদের সাথে যোগাযোগ করে একটি ইমু গ্রুপ খুলি সেখানে আমি ২৬জন শিক্ষার্থীদের ফোন নাম্বার ও ইমু পেলাম। তাদের সবার টাচ ফোন আছে।শিখিয়ে দিলাম কিভাবে গুগল মিট নামাবে।আমার যাত্রা শুরু হয়, ০৮/০৬/২০২১খ্রিঃ থেকে।আলহামদুলিল্লাহ তাদের আগ্রহ দেখে আমিও অনুপ্রাণিত হয়েছি।সিলেটের নোমান স্যারকে বললাম, আমার নতুন কুড়ির সোনামনিদের নিয়ে একটু লাইভ করতে চাই।স্যার,আমাকে সহযোগিতা করল।০১/০৭/২০২১তারিখ আমি নিয়ে এলাম লাইভ প্রোগ্রামে।শিক্ষার্থীরা প্রতি বৃহস্পতিবার সৃজনশীলতা নিয়ে হাজির হয় গুগল মিটে। তাদের আনন্দের মাঝে আমি হারিয়ে যাই।