Loading..

ম্যাগাজিন

৩০ মে, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

পালাবদল-আমার লেখা কবিতা।

পালাবদল

আবু হাচান সরদার

 

প্রতিদিন রূপ বদলায়-রঙ বদলায়

মানুষ ও প্রকৃতির।

 

রঙ আর রূপের সীমানা জুড়ে

বেসামাল চাওয়া ও পাওয়ার আকুতি।

 

আমাদের প্রাত্যহিক জীবনের

অদল-বদল চিরায়ত, চির নতুন।

 

রূপ ও রঙের মতো প্রতিনিয়ত বদলায়

বিশ্বাস-অবিশ্বাসের ধরণ।

 

শুধু বদলায় না জীবনযন্ত্রনা।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি