Loading..

ম্যাগাজিন

০১ জুন, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

"ছন্দে ছন্দে ব্যাকরণ শেখা"
শুদ্ধ বানান চর্চা থেকে সংগ্রহকৃত:-

বুঝ দিয়ে আর লাভ হবে না

বুঝ দিয়ে আর লাভ হবে না
বোঝা গেল শেষে
বোঝা বুঝা বোঝাই নিয়ে
গোল রয়েছে দেশে।

কী করে যে বোঝাই তোমায়
অনুভবেও বোঝা
বুঝে গেলে বুঝার বোঝা
লিখতে হবে সোজা।

ভার মানেও তো বোঝাই হবে
বোঝা অনেক ভারী
সময় পেলে সকল বোঝা
বোঝাই করতে পারি।

বোধ করি সব বুঝে গেছে
বোঝাপড়া করে
মাথার বোঝাও এবার তবে
হয়তো যাবে সরে।

মন্তব্য:
১) বুঝ বা বোঝা অর্থ- উপলব্ধি করা ,ইন্দ্রদ্বারা প্রত্যক্ষ করা, অনুভব করা, প্রবোধ, সান্ত্বনা, বিচার, জ্ঞান, জানা, বিচার বিবেচনা করা, টের পাওয়া, যুক্তি দেখানো, উপদেশ দেওয়া ইত্যাদি। পুরুষভেদে বানানের পার্থক্য দৃষ্ট হয়।
২) বোঝা অর্থ ভার, মোট, বোঁচকা, বাধা ইত্যাদি।
৩) বোঝাই অর্থ পূর্ণ করা, ভর্তি করা ইত্যাদি।

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি