Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৯ জুলাই, ২০২১ ১২:০৩ অপরাহ্ণ

লালদীঘি নয় গম্বুজ মসজিদ

লালদীঘি নয় গম্বুজ মসজিদ

লালদিঘি নয় গম্বুজ মসজিদ - উইকিপিডিয়া

রংপুরের বদরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে গোপীনাথপুর ইউনিয়নের লালদীঘি এলাকায় ঐতিহাসিক লালদীঘি নয় গম্বুজ মসজিদ (Laldighi Nine Dome Mosque) অবস্থিত। ভারতীয় উপমহাদেশে থাকাকালীন ব্রিটিশ শাসনামলে এই মসজিদটি আবিষ্কৃত হয়। পরবর্তীতে স্থানীয় বাসীন্দাগণ মসজিদটি পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করে তোলে। মসজিদের গায়ে কোন শিলালিপি না থাকায় লালদীঘি মসজিদের নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত কোন তথ্য জানা যায়নি। তবে প্রত্নতাত্ত্বিকদের মতে ব্রিটিশ শাসনামলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আবার শেষ মোগল যুগের স্থাপত্যশৈলীর সাথে মিল থাকায় অনেকে মনে করেন লালদীঘি মসজিদটি ১২১২ সালে নির্মিত। স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত আছে, একরাতের মধ্যেই মসজিদ ও মসজিদের পুকুর খনন করা হয়েছে।

১ মিটার উঁচু বেদীর উপর নির্মিত বর্গাকৃতির লালদীঘি নয় গম্বুজ মসজিদে ৯টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলোর চূড়ায় আছে পদ্মফুলের ন্যায় শিরচূড়া এবং গম্বুজের নিচের দিকে মারলন অলঙ্করণ রয়েছে। মসজিদের চারকোণে অষ্টকোণাকৃতির কিউপলাযুক্ত মিনার লক্ষ্য করা যায়। তবে উত্তর-পূর্ব কোণের মিনারটি চার স্তর বিশিষ্ট এবং এ মিনারটি আজান দেওয়ার জন্য ব্যবহৃত হয়। পশ্চিম দিক বাদে মসজিদের অন্য তিন দিকে ৩টি করে সর্বমোট ৯টি প্রবেশ পথ রয়েছে। আর পশ্চিম দিকের দেওয়ালের শোভা বাড়িয়েছে ৩টি সুদৃশ্য মেহরাব।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি