Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২৯ জুলাই, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ

প্রয়াস সেনা বিনোদন পার্ক

প্রয়াস সেনা বিনোদন পার্ক

২০১৩ সালে প্রায় ১১০০ একর জায়গা নিয়ে ঘাঘট নদীর দুই পাড়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়াস সেনা বিনোদন পার্ক (Proyash Shena Binodon Park) গড়ে তোলে। পার্কের বিশাল এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধি, বনজ এবং ফলজ বৃক্ষের সমাহার। আছে তিস্তা, করতোয়া ও যমুনা নামে গড়ে তোলা তিনটি পিকনিক স্পট।

প্রয়াস সেনা বিনোদন পার্কের অভ্যন্তরে আরো রয়েছে বিভিন্ন প্রতিকৃতি, কৃত্রিম সমুদ্রসৈকত, নৌ ভ্রমণের ব্যবস্থা, শিশুদের বিনোদন আয়োজন, মনোরম ছেঁড়া দ্বীপ এবং ফুলের বাগান। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস সেনা বিনোদন পার্কে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাজানো গোছানো প্রয়াস সেনা বিনোদন পার্কের আয়ের ৭৫ শতাংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি