Loading..

খবর-দার

২৯ জুলাই, ২০২১ ০৮:৫৩ অপরাহ্ণ

করোনা পরীক্ষা করাতে এসে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাসের নমুনা দিতে গিয়ে হোসনে হুড় বেগম (৭১) নামে এক বৃদ্ধা হাসপাতালেই মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

হোসনে হুড় বেগম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী। 

এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, করোনার উপসর্গ নিয়ে কয়েক দিন আগে হোসনে হুড় বেগম জেলা শহরের এক মেডিসিন ডাক্তারের কাছে যান। ডাক্তার তাকে করোনা পরীক্ষা করাতে বলার পরেও তিনি করোনার নমুনা না দিয়ে বাড়িতে অবস্থান করেন। 

বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি করোনার নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম পূরণের পর নমুনা দেয়ার প্রাক্কালে তিনি মৃত্যর কোলে ঢলে পড়েন। নমুনা সংগ্রহ করতে না পারায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা বলা যাচ্ছে না। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল।