Loading..

খবর-দার

২৯ জুলাই, ২০২১ ০৯:০৮ অপরাহ্ণ

সেই ফারুকের জন্য বোর্ড বসিয়েছে বিএসএমএমইউ যুগান্তর প্রতিবেদন

একই সময়ে করোনার তিন ডোজ টিকা নেওয়ার দাবি করা সৌদি প্রবাসী ওমর ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান। 

বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানান তিনি।বিএসএমএমইউ পরিচালক বলেন, একই সময়ে এক ব্যক্তিকে তিন ডোজ টিকা দেওয়া হয়নি। এরপরও যেহেতু এ বিষয়ে খবর হয়েছে, তাই ভেরিফাই করা দরকার।

ওমর ফারুককে তিন ডোজ টিকা দেওয়ার বিষয়টি সত্য নয় দাবি করে নজরুল ইসলাম খান বলেন, আমাদের যে সিস্টেম, সেখানে কোনোভাবেই এক ব্যক্তিকে তিন ডোজ টিকা দেওয়ার সুযোগ নেই।

তিনি (ওমর ফারুক) মেন্টালি সাউন্ড কি-না, এটা আমাদের দেখার বিষয় বলে মনে হলো। এজন্য তিনি মানসিকভাবে সুস্থ (সাইক্রিয়েটিক ইভালোয়েশন) কিনা সেটা পরীক্ষা করতে একটি বোর্ড বসানো হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।