Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

৩০ জুলাই, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ

মশা নিজের জীবনের ঝুকি নিয়ে আমাদের রক্ত খেতে আসে কেন??

মশা নিজের জীবনের ঝুকি নিয়ে 

আমাদের রক্ত খেতে আসে ! 

কিন্তু কোন ঝুকি না থাকা সত্ত্বেও  

মাংসের দোকানে পড়ে থাকা 

রক্ত খায় না কেন ??


উত্তরঃ মশা রক্ত খায়না। মশা ফুল, ফল থেকে নিজের আহার যোগার করে কিন্তু মশকি রক্ত খায়!! মশকির পেট এ থাকা ডিম গুলোর পরিস্ফুটন এর জন্য উষ্ণ রক্তের প্রাণির রক্তের প্রয়োজন,সে জন্যই মশকি উষ্ণ রক্তের প্রাণিকে বেঁচে নেয় ।জীবিত সকল প্রানি উষ্ণ রক্তের নয়,এটাও আমাদের মনে রাখতে হবে।জীবিত অবস্থায়  প্রাণি দেহে যে সকল প্রাণ রাসায়নিক উপাদান থাকে, মৃত জীবে তা নিষ্ক্রিয় হয়ে যায়।শুধু রক্তই মশকির পেট এ যায়না আমাদের রক্তে থাকা প্রয়োজনিয় উপাদান ও যায় যা তার ডিম পরিস্ফুটন এ সহায়ক ভূমিকা রাখে।


তাই বাইরে পরে থাকা তথা গোস্তের দোকানে রক্ত পরে থাকলেও তারা আহার করে না।কারণ গরু ছাগল জবাই এর পর সেই রক্ত শীতল হয়ে আসে এবং  জমাটও বেঁধে যায়,যা মশকির ডিম পরিস্ফুটনের জন্য কোন প্রকার সহায়ক ভূমিকা রাখেনা, তাই মশকি আমাদের মতো উষ্ণ রক্তের প্রাণিকেই বেঁচে নেয়।


বেনজীর আহমেদ 

সহকারী শিক্ষক(ভৌত বিজ্ঞান)

ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি