Loading..

খবর-দার

১০ আগস্ট, ২০২১ ০১:১৮ অপরাহ্ণ

বাতায়ন ও আমি

বাতায়ন ও আমি


সে অনেক আগের কথা , ঠিক মনে নেই , হবিগঞ্জ পিটিআই এ ১২ দিনের আইসিটি প্রশিক্ষণ মধ্য দিয়ে বাতায়নে আমার পথ চলা । এই প্রশিক্ষণে বাতায়ন সম্পর্কে যারা অনুপ্রেরণা দিয়েছেন আমার আইসিটি প্রশিক্ষক

জনাব কফিল উদ্দিন স্যার

জনাব নাসির মোহাম্মদ সাগর স্যার 

প্রশিক্ষণের সমাপনী দিনে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন- যে কথাটি আমার কাজের প্রেরণা যুগিয়েছে ! অত্যন্ত সজ্জন সকলের শ্রদ্ধাভাজন পিটিআই সুপারেনটেনডেন্ট 

জনাব নজরুল ইসলাম স্যার

 বলেছিলেন ১২ দিনের প্রশিক্ষণ যদি তোমরা চর্চা করো তাহলে সামনে এগোতে পারবে । আর যদি এরসাথে না থাকো তাহলে ভুলতে ১২ দিন লাগবে না। এই কথাকে মূলমন্ত্র ধরে বাতায়নে আমার ছুটে চলা । তারপর থেকে বাতায়নে কাজ করে যাচ্ছে। এটি লক্ষ শিক্ষকের প্রাণের স্পন্দন , এখানে সৃষ্টিশীল অনেক শিক্ষক কাজ করে থাকেন। এই প্ল্যাটফর্ম কাজ করে সারা বাংলার অনেক গুণী শিক্ষকদের সাথে পরিচয় হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই ছুটে চলায় কিছু প্রাপ্তির যোগ হয়েছে । আমি আইসিটি ফর অ্যাম্বাসেডর হবিগঞ্জ নির্বাচিত হয়েছি। তার মধ্য দিয়ে আমার কাজ করার ক্ষেত্র আরো প্রসারিত হয়েছে। যে প্রাপ্তি আজও আমার হৃদয়ে দোলা দেয় তা হচ্ছে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়া । তা আমার কাজের গতি বাতায়নে দ্বিগুণ বাড়িয়ে দেয়। বাতায়নে আছি , বাতায়নে থাকবো। ধন্যবাদ সবাইকে ?