Loading..

উদ্ভাবনের গল্প

১৪ আগস্ট, ২০২১ ১১:০২ পূর্বাহ্ণ

উদ্ভাবনের গল্প (গুগল মীটের লিংক সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ কৌশল)।
  • উদ্ভাবনের গল্প

(গুগল মীটের লিংক সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ কৌশল)।

প্রথমে আমি যে কাজটি করি তাহলো- আমাকে যে সকল শিক্ষার্থীর দায়িত্ব দেওয়া হয়েছে সে সকল শিক্ষার্থীর মোবাইল নাম্বার আমার মোবাইলে সেইভ করি। তারপর তাদের নাম্বারে প্রতি দিন দশ জনকে ফোন করে বলি যাদের স্মার্ট ফোন আছে বিদ্যালয়ে আসতে। আমি নিজেও বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ে গিয়ে যে সকল অভিভাবক ও শিক্ষার্থী আসে তাদের মোবাইলে গুগল মীট ইনস্ট্রল করে দেই। অতঃপর আমার গুগল মীটের লিংক তাদের ইমু নাম্বারে পাঠাই। প্রত্যেকের নাম্বারে একটি ম্যাসেজ পাঠাই। ম্যাসেজটি এই রকম-( আমি লাইলী ম্যাডাম। আমি প্রতি রবিবার সকাল ১১টায় ৫ম শ্রেণির বিজ্ঞান এবং বুধবার সকাল ১১টায় ৫ম শ্রেণির ইংরেজি ক্লাস করবো। আমি একটি লিংক পাঠালাম। লিংকে আঙ্গুল দিয়ে টাচ করলে একটি লেখা আসবে Ask to join. এই লেখাতে টাচ করলেই আমার ক্লাসে জয়েন করতে পারবেন। লিংক https://meet.google.com/ysw-wqsd-uqt ) এখানে উল্লেখ্য যে অনেক শিক্ষক শিক্ষার্থীদের মোবাইলে কোড পাঠিয়ে থাকেন। কোড দিলে শিক্ষা্ররথীদের গুগল মীট ওপেন করে সেখানে কোডটি লিখতে হয়। শিক্ষার্থী ওপেন করতে এবং কোড লিখতে গিয়ে সমস্যায় পরে। কোড লিখায় ভুল হলে তারা আর জয়েন করতে পারে না। তাই যদি লিংক দেওয়া হয় এই সমস্যায় পরতে হয় না। ইমুতে গিয়ে লিংকে টাচ করলেই জয়েন করতে পারে। এইজন্য এই পদ্ধতিটি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। আমি উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে মোবাইলে কাজটি করে দেখাই এবং তাদেরকে দিয়ে দু'একবার অনুশীলন করাই। এভাবে আমার দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আমি গুগল মীটের আওতায় নিয়ে আসি। আমার বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষককে আমার কৌশলটি প্রয়োগ করতে বলি এবং সবাই প্রয়োগ করে ও ১০০% সফল হয়। আমি আশা করি আপনারা ও যদি এই কৌশল প্রয়োগ করেন তাহলে আপনারা ও সফল হবেন ইনশাল্লাহ্‌।