Loading..

প্রকাশনা

০২ জুলাই, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

এবার যশোরে স্থাপন হচ্ছে সফটওয়ার টেকনোলজি পার্ক
দেশের প্রথম ডিজিটাল মডেল জেলা যশোর তথ্য ও প্রযুক্তিতে উৎকর্ষ সাধনে আরো একধাপ এগিয়েছে। ডিজিটাল যশোরের অগ্রযাত্রায় এবার যশোরে স্থাপন হচ্ছে ‘যশোর সফটওয়ার টেকনোলজি পার্ক’ (জেএসটিপি)। হাই- টেক পার্ক বিকেন্দ্রীকরণ কার্যক্রমের আওতায় গাজীপুরের পর জেলা শহর যশোরে জেএসটিপি স্থাপনের লক্ষ্যে এ প্রকল্পের বেশ অগ্রগতি হয়েছে। প্রকল্প বাস্তবায়নে যশোর সদর উপজেলার শংকরপুর এলাকায় পাসপোর্ট অফিসের পাশে ৩ দশমিক শূন্য ৩ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। জেএসটিপি’র প্রস্তাবিত ১০ তলা ভবনের অবকাঠামো নির্মাণ শুরু হবে অক্টোবর মাসে। যশোর জেলায় হাই-টেক পার্ক স্থাপন বিষয়ক এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ) ও যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে ৭ সেপ্টেম্বর শনিবার সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৭ ডিসেম্বর ২০১০এ যশোরবাসীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী খুলনা বিভাগে যশোর জেলায় বিএইচটিপিএ’র উদ্যোগে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেমিনারে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী মিজানুর রহমান বলেন, ২০১০ সালে বিএইচটিপিএ’র প্রতিষ্ঠার পর আইটি সেক্টরসহ হাই-টেক শিল্পের বিকাশ এবং উন্নয়নের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগে এ প্রকল্প গৃহিত হয়েছে। সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করাই এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি এ প্রকল্প বাস্তবায়নে যশোরবাসীর সহায়তা আশা করেন। সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। ‘সেমিনারে আইটি ভিলেজ : এ সোর্স অব হিউম্যান এন্ড ইকোনমিক ক্যাপিটাল’ বিষয়ে ভিডিও উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) জাহিদ হোসেন পনির, ‘যশোর সফটওয়ার টেকনোলজি পার্ক : ভূমি অধিগ্রহণ অগ্রগতি’ বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুর রহমান, ‘সফটওয়ার ডেভেলপমেন্ট : কৌশল ও চ্যালেঞ্জ’ বিষয়ে ভিডিও উপস্থাপনা করেন যবিপ্রবির কম্পিউটর সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. সেতারা খাতুন, পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ, সনাকের সাবেক সভাপতি ডক্টর মুস্তাফিজুর রহমান, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কবি ও সাংবাদিক ফখরে আলম, এনজিও ব্যক্তিত্ব বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর কম্পিউটার সমিতির চেয়ারম্যান সঞ্জয় সাহা অপুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘যশোর সফটওয়ার টেকনোলজি পার্ক’ (জেএসটিপি) স্থাপনের লক্ষ্যে এ প্রকল্পের অস্থায়ী অফিস করা হয়েছে ঢাকা শেরেবাংলা নগরের বিএইচটিপিএ কার্যালয়ে। ফেব্রুয়ারি মাসে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হলেও ৫ মার্চে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি জাহাঙ্গীর আলম গত ২২ জুলাই যোগদান করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির (বিএইচটিপিএ) আওতায় এ প্রকল্প বাস্তবাবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৭৯.৫৩ মিলিয়ন টাকা। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে এ প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা নেয়া হয়েছে

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি