Loading..

উদ্ভাবনের গল্প

২৮ আগস্ট, ২০২১ ১২:১০ অপরাহ্ণ

বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা

প্রাথমিক বিজ্ঞান বিষয়ে যে কাজগুলো আছে সেগুলো যদি হাতে কলমে করানো যায় সেইক্ষেত্রে শিখনটা স্থায়ী হয়।আপাতত বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা বাড়িতেই কাজগুলো যেন করে তার জন্য সঠিক নির্দেশনা ও উৎসাহ দিয়ে যাচ্ছি।আমার শিশুরা খুব আগ্রহের সাথেই কাজগুলো করছে। আমি আশা করি এতে তাদের বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং যেকোনো বিষয়ে সঠিক ধারণা লাভ করবে।শিশুরা নতুন কিছু শিখবে, জানবে এটাই সব সময় কাম্য টিচার হিসেবে।।