Loading..

উদ্ভাবনের গল্প

০৯ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৩৭ অপরাহ্ণ

অনলাইন মূল্যায়ন

আমার সোনার বাংলা এখন ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের সকল কাজ এখন অনলাইনে হচ্ছে। 

 প্রাথমিক বিদ্যালয়গুলোও এখন পিছিয়ে নেই। করোনা কালীন শুরু হয়েছে অনলাইন ক্লাস।২০২১ সালে শুরু হলো গুগল মিটে অনলাইন ক্লাস।শিশুরা এখন অনেকটাই দক্ষ বিভিন্ন ডিভাইস ব্যবহারে।

তাইতো ভেবে দেখলাম শিশুরা যখন অনলাইন ক্লাস করছে তখন মূল্যায়নটা কেন অনলাইনে সম্ভব না?

শুরু করলাম অনলাইন মূল্যায়ন। কীভাবে তারা অনলাইনে বিভিন্ন পরীক্ষা / কুইজে অংশগ্রহণ করবে তা শেখানোর চেষ্টা চলছে।আশা করি এভাবে শিশুরা এগিয়ে যাবে।করোনা আমাদের থামিয়ে রাখতে পারবে না।এভাবেই এগিয়ে যাবে সকল শিশু এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশ।।