Loading..

খবর-দার

১০ সেপ্টেম্বর, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ

শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে প্রবেশ করতে হবে।

ইনশা আল্লাহ  আগামী ১২ তারিখ থেকে মাদ্রাসা আবার প্রাণ ফিরে আসবে। শিক্ষার্থীরাই হচ্ছে মাদ্রাসার দ প্রাণ। আমরা  আলহামদুলিল্লাহ  গতকাল থেকে বিদ্যালয়ে সকল শিক্ষক স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত  হচ্ছি এবং হাজিরা দিচ্ছি। আল্লাহপাক সবাইকে  সুস্থ রাখুক। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যেন সুস্থ থেকে স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসায় আসতে পারে সেই  প্রার্থনা করছি।


মাদ্রাসায় প্রবেশ করতে হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে প্রবেশ করতে হবে।


শিক্ষার্থীদের মাদ্রাসায় যেভাবে আসতে হবে।


# সকলকে মাস্ক পরে আসতে হবে

# মাদ্রাসায় প্রবেশ পথে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে

# তাপ পরিমাপক যন্ত্রে তাপ নির্ণয় করে নিতে হবে 

# প্রত্যেককে নিজস্ব ব্যাবস্থায় নিরাপদ পানির বোতল সাথে রাখতে হবে 

# মাদ্রাসায় অবস্থান কালীন স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে 

#যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে 

 # শ্রেণী  শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণি ব্যাবস্থাপনা মনিটরিং করবেন ,শিক্ষার্থীগণের স্বাস্থ্যগত দিক ও সমস্যা প্রতিদিন প্রত্যক্ষ করবেন এবং তথ্য অবহিত করবেন ।

# সময়ের ব্যাবধানে হাত স্যানিটাইজ করে নিতে হবে

# মাদ্রাসার পোশাক প্রতিদিন সাবান পানি দিয়ে জীবাণু মুক্ত করে ব্যাবহার করতে হবে

# মাদ্রাসায় আসার প্রস্তুতিতে গোশল /  স্নান করে আসতে হবে 

#  বাড়ি বা বসতিতে কারও করোনা লক্ষণ থাকলে ঐ শিক্ষার্থী তাদের করোনা নেগেটিভ হলে মাদ্রাসায় আসতে পারবে ।

# কোনোভাবেই  কোন অসুস্থতাজনিত লক্ষণ নিয়ে  মাদ্রাসায় আসা যাবে না ।

# মাদ্রাসায় ব্যবহার্য উপকরণ স্বাস্থসম্মত(নিরাপদ) হতে হবে ।

# বিদ্যালয়ে অপ্রয়োজনে বহিরাগতগণের প্রবেশ স্বাস্থপ্রদ নয় ।

        

 আমাদের মাদ্রাসা আমাদের অঙ্গন হয়ে উঠুক। স্বাস্থ্যকর ,নিরাপদ ,প্রানোচ্ছোল আনন্দমূখর ,শিক্ষণ শিখন বান্ধব পরিবেশ নিশ্চিত হোক।

  আল্লাহ সহায় হোন। আমিন।