Loading..

খবর-দার

১০ সেপ্টেম্বর, ২০২১ ১১:১৬ অপরাহ্ণ

কোভিট-১৯ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পালনীয় স্বাস্থ্যবিধি

কোভিট-১৯ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পালনীয় স্বাস্থ্যবিধি


@ সঠিকভাবে মাস্ক পরিধান কতে হবে; মাস্ক পরিধান ছাড়াপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ।


@ ক্লাস রুটিন অনুযায়ী প্রতিষ্ঠানে আগমন-প্রস্থান করতে হবে।


@ চলাচলের সময় সমাগম / ভীড় এড়িয়ে চলতে হবে।

দলবেধে চলা/আড্ডা দেওয়া যাবে না।


@ হ্যান্ডওয়াশ/সাবান দিয়ে বার বার হাত ধুতে হবে।

হাত না ধুয়ে যখন-তখন নাক ও মুখে হাত দেওয়া যাবে না।


@ শ্রেণিকক্ষে বসার ক্ষেত্রে শারীরিক দূরত্ব (৩ফিট) বজায় রাখতে হবে।


@ যত্র-তত্র থুথু-কাশি ফেলা যাবে না।


@ হাঁচি-কাশি দেয়ার ক্ষেত্রে শিষ্টাচার পালন ও মুখে রুমাল/টিস্যু ব্যবহার করতে হবে।


@ ওয়াশ রুম/ক্লাস রুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।


@ কোনরূপ শারীরিক সমস্যা মনে হলে কর্তৃপক্ষকে জানাতে হবে।


@ নিজে/পরিবারের কোন সদস্য কোভিড-১৯ আক্রান্ত

হলে/কোনরূপ লক্ষণ দেখা দিলে প্রতিষ্ঠানে আসবে না।


@ ১৮ বছর/তদুর্ধ বয়সীদের দ্রুততম সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে।


@ প্রয়োজনে স্বাস্থ্য বিভাগের পরামর্শ / সহায়তা গ্রহণ করতে হবে।