Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১২ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৩ অপরাহ্ণ

ক্লাসরুম পরিস্কার পরিছন্ন না থাকায় সাময়িক বরখাস্ত।

দীর্ঘদিন পর স্কুল খুলেছিল। কিন্তু পঠনপাঠন শুরু হওয়ার আগেই অধ্যক্ষ বরখাস্ত হলেন। এই ঘটনায় আজ শোরগোল পড়ে গিয়েছে। কারণ দেড় বছর পর উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের পঠনপাঠন শুরু হয়েছে রবিবার। তার আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছিল। করোনাভাইরাস এবং ডেঙ্গু প্রতিরোধে শ্রেণিকক্ষগুলি পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু আজ দেখা যায়, সেই নির্দেশ যথাযথভাবে পালন হয়নি। শ্রেণিকক্ষ পরিষ্কার না থাকায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এমনকী ওই অধ্যক্ষের নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুল পরিদর্শনে গিয়ে তাঁদের সাময়িক বরখাস্ত করেন শিক্ষামন্ত্রী।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি