Loading..

উদ্ভাবনের গল্প

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০১:৩৮ অপরাহ্ণ

স্বল্পমূল্যে প্রজেক্টরের খাঁচা তৈরি

শ্রেণি কক্ষে সবসময় প্রজেক্টর সেটাপ করে ক্লাস নেয়ার কিছু সমস্যা হলো:

  1. প্রজেক্টর, ল্যাপ্টপ, সাউন্ড বক্স (অ্যামপ্লিফায়ার), প্রজেকশন স্ক্রিন ইত্যাদি সেটাপ করতে বেশ সময়ের অপচয় হয়।
  2. প্রজেক্টর যে বেঞ্চে রাখা হয় সে বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে না।
  3. সব শ্রেণি কক্ষে পাওয়ার সকেট ও ইন্টারনেট সুবিধা থাকে না, তাই সব শ্রেণি কক্ষে মাল্টিমিডিয়ার সাহায্যে ক্লাস নেয়া সম্ভব হয় না।

সমাধান:

  1. মাল্টিমিডিয়া ক্লাসের জন্য শ্রেণি কক্ষ নির্দিষ্ট করে দেয়া।
  2. প্রজেক্টরের জন্য খাঁচা ব্যবহার করা।

আমার এ উদ্ভাবনে কম খরচে প্রজেক্টরের জন্য খাঁচা তৈরি ও সেটাপ দেখানো হয়েছে। এতে সমস্যার সমাধান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।