Loading..

উদ্ভাবনের গল্প

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৪৯ পূর্বাহ্ণ

সুন্দর সমাজ গঠনে কিছু কথাঃ

সুন্দর সমাজ গঠনে কিছু কথাঃ

প্রায় এলাকায় কিছু ব্যক্তি ভিক্ষা করতে দেখা যায়। তারা ভিক্ষা করে খান।   

এটা তাদের দোষ না।

দোষ হল ঐ এলাকার মাতবর, জনপ্রতিনিধিদের। ও সর্বোপরি দোষ দেশের সরকারের।

কেন মানুষকে ভিক্ষা করতে হচ্ছে?

ঐ গরীব মানুষ গুলোকে ভিক্ষাবৃত্তি ছাড়ার শর্তে এককালীন কিছু অর্থ বা কোন কর্মের ব্যবস্থা করে দেয়া যায় না কি , যাতে তারা কর্ম করে খায়?

ফান্ড তৈরি করে প্রতি মৌসুমে (সাম্মাষিক আকারে) বিত্তবানদের তালিকা করে অর্থ আদায় করে নিজ নিজ এলাকার শারিরীক ভাবে কর্ম করে খেতে অক্ষম গরীবদের বাড়িতে পৌঁছে দেয়া যায় না?

কাজ গুলো কি অসম্ভব?

অবশ্যই সম্ভব!

কিন্তু এদেশের জন্মলগ্ন হতে অদ্যাবধি কোন এলাকার নামধারী নেতা, মোড়ল-সর্দার, কোন জনপ্রতিনিধি বা কোন সরকারকেই এই ধরনের কোন উদ্যোগ নিতে দেখলাম না।

আসলেই আমরা জন্মগত ভাবেই বাহানাবাজ দুর্নীতিবাজ!

  আমরা একই গুনমানের জিনিস নায্য দামে  ফুটপাতের দোকানে না কিনে প্রতারণায় ভরপুর শপিংমলে কিনি।

গরীবের রিকশায় না চড়ে প্রাইভেট কার ভাড়া করি।

অবাঞ্চিত কাজে লাখ টাকা অপচয় করি।

অথচ,

কেউ কোন ভাল কথা বললে, কোন ভাল উদ্যোগ নিলে তাকে সমর্থন ও উৎসাহ না দিয়ে, তাকে দমাতে তাকে তাচ্ছিল্য করতে আমরা লেগে পড়ি। আমরা সভ্যতাকে পিছনে টেনে রাখতে অভ্যস্ত!

  এদেশের স্বাধীনতার ৫০ বছর পরও আমরা ইউরোপ আমেরিকা তথা বিদেশ যায় শ্রমিক হিসেবে।

 আর ওরা অনেক দেশ আমাদের পরে স্বাধীন হয়েও আমাদের দেশে আসে ট্যুরে, আনন্দ-ফুর্তি করতে!

উপরে উল্লেখিত প্রশ্ন সম্বলিত উদ্যোগ ও আত্মসমালোচনা গুলো কাউকে অপমান বা ছোট করতে বলা হয়নি।

 একটি সুন্দর সুখী #সমাজ গড়ার একটি পথ হিসেবে দেখানো হয়েছে!