Loading..

ম্যাগাজিন

২৪ সেপ্টেম্বর, ২০২১ ০১:৩৮ অপরাহ্ণ

গুগল ড্রাইভের ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়
img
Reeti Begum

সহকারী শিক্ষক

প্রায়ই আমরা অপ্রয়োজনীয় ছবি ও ফাইল ডিলিট করতে গিয়ে ভুলবশত গুরুত্বপূর্ণ জিনিস ডিলিট করে ফেলি। ফলে বিড়ম্বনায় পড়তে হয়। চাইলে খুব সহজেই ডিলিট হওয়া ছবি, ভিডিও বা ফাইল পুনরুদ্ধার সম্ভব।

যেভাবে গুগল ড্রাইভ থেকে ছবি আনা যাবে     

* প্রথমে ডিভাইস থেকে গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করতে হবে।

* এরপর সেখানে ট্রাশ ফোল্ডার অপশনটিতে যেতে হবে।

* ট্রাশ ফোল্ডার ওপেন করার পর ডিলিট করা সব ফাইল দেখা যাবে।

* এবার যে ফাইলগুলোকে ফিরিয়ে বা রি-স্টোর করতে চাইলে তার ওপর রাইট বাটন ক্লিক করতে হবে।

* রাইট বাটনে ক্লিক করলে রি-স্টোর ও ডিলিট ফরএভার নামে দুটি মেনু আসবে।

* এরপর রি-স্টোর অপশন সিলেক্ট করলেই ডিলিট হয়ে যাওয়া ফাইল আগের জায়গায় চলে যাবে। এক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীরা ফাইলের ডান পাশে থ্রি ডট বাটনে ক্লিক করলে রি-স্টোর বাটন খুঁজে পাবেন।

৩০ দিন পর্যন্ত আপনি আপনার প্রয়োজনীয় ফাইল রি-স্টোর বা ফিরিয়ে আনতে পারবেন। তবে ৩০ দিনের বেশি হয়ে গেলে পুরোনো ফাইলকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি