Loading..

প্রকাশনা

২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:০৩ অপরাহ্ণ

পাখির কলতান আর ঘাসফুলের ছোঁয়া পেতে ঘুরে আসুন মৈনটঘাট

রাজধানী ঢাকার পাশেই দোহার উপজেলার মৈনটঘাট এলাকায় প্রমত্তা পদ্মার তীরে গড়ে ওঠা মিনি কক্সবাজার এখন লোকে লোকারণ্য।

ব্রিটিশ আমল থেকেই বহুল পরিচিত এই স্থানের মূল আকর্ষণ পদ্মা নদীর সুবিশাল জলরাশি স্থানীয় জেলেদের ইলিশসহ বিভিন্ন দেশীয় মাছ ধরার দৃশ্য। ছাড়া সূর্যোদয় সূর্যাস্তের নয়নাভিরাম অপরূপ দৃশ্য দেখার মনোমুগ্ধকর স্থান এটি।   কারণে নির্জনে যারা ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের জন্য এই স্থানটি হয়ে উঠেছে একটি আদর্শ পর্যটন এলাকা। আর সরকারি নজরদারি বা পর্যটনশিল্পের ছোঁয়া পেলেই হয়ে উঠতে পারে একটি আদর্শ আধুনিক পর্যটন পল্লী।

সেখানে আছে ট্রলার স্পিডবোটে বিস্তীর্ণ নদী পথে ভ্রমণের বিশাল সুযোগ।  যেখানে এলে মুগ্ধ হবেন যে কেউ।  সব মিলিয়ে মনের অজান্তেই স্থানটি মনে হতে পারে যে, এটি মৈনটঘাট নয়, যেন কক্সবাজার সমুদ্রসৈকতের একাংশ।  আর কারণেই স্থানটি এখন হয়ে উঠেছে মিনি কক্সবাজার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি