Loading..

প্রকাশনা

২৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ

বিপন্ন প্রজাতির পাখির বাসা গাছে গাছে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন গ্রামে গাছে গাছে বাসা বেঁধেছে বিরল প্রজাতির বিপন্ন পাখি। গ্রামবাসী আগলে রেখেছেন পাখিগুলোকে। নিরাপদ আশ্রয় পেয়ে পাখির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলার কানাইপুকুর কাজীপাড়া গ্রামে বড় বড় গাছে এসব পাখি বাসা বাঁধে।

সরেজমিন দেখা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে আলমপুর ইউনিয়নের কানাইপুকুর গ্রামের আব্দুস সামাদ মণ্ডল সোবহান মণ্ডলের পুকুরপারের শতাধিক গাছে শামুকখোলসহ ছয় প্রজাতির হাজার হাজার পাখির স্থায়ী আবাসস্থল।

প্রতিদিন বিকালে হাজারও শামুকখোল পাখি এসে আশ্রয় নেয় মণ্ডলবাড়ির তেতুলতলী পুকুরের গাছগুলোতে। কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশে তারা মনের সুখে ডানা ঝাপটায়, কেউবা আবার বাচ্চার মুখে তুলে দেয় খাবার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি