Loading..

খবর-দার

২৮ সেপ্টেম্বর, ২০২১ ০৫:২৫ অপরাহ্ণ

সাভারে ‘বিজয় চেতন’–এর উদ্বোধন করলেন সেনাপ্রধান

সাভারে ‘বিজয় চেতন’–এর উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঢাকার সাভার সেনানিবাসের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল (সিএমপিসিঅ্যান্ডএস) চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘বিজয় চেতন’–এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। কোর অব মিলিটারি পুলিশের (সিএমপি) ১৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতির স্মরণে এটি নির্মাণ করা হয়েছে।আজ সকালে সাভার সেনানিবাস এলাকায় সিএমপিসিঅ্যান্ডএসে সেনাবাহিনীর সিএমপির বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১ শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সম্মেলনে তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী ও উদ্ভাবনী চিন্তাচেতনাসম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানান।সম্মেলনে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড ও সাভার এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে সকাল সাড়ে ১০টার দিকে সেনাপ্রধান ‘মেজর জেনারেল জয়নুল আবেদীন অডিটরিয়াম’–এর নামফলক উন্মোচন করেন। একই স্থানে তিনি এবং মেজর জেনারেল শাকিল আহমেদ দুটি ছাতিয়ানগাছের চারা রোপণ করেন। বেলা পৌনে ১১টার দিকে সেনাপ্রধান সিএমপিসিঅ্যান্ডএস চত্বরে স্মৃতিস্তম্ভ ‘বিজয় চেতন’–এর উদ্বোধন করেন।