Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৬ অক্টোবর, ২০২১ ০৪:৪৯ অপরাহ্ণ

মেঘালয় রাজ্য ঘেষে বহমান মহাদেও নদী ও পাতলাবন পর্যটন এরিয়া।

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার উত্তর সীমান্তে ভারত থেকে বয়ে আসছে মহাদেও নদী।বর্ষাকালে এর ভরা যৌবন থাকে।দুকুল ঘেষে বাড়িঘরগুলি আতংকে থাকে  না জানি কখন সব ভেংগে নিয়ে যায়। তারই পার ঘেষে রয়েছে পাতলাবন নামক স্থান।যেখানে পর্যটন স্পট হওয়ার সম্ভাবনা রয়েছে।যে কেউ এখানে বেড়াতে আসতে পারেন ,এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি