Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৮ অক্টোবর, ২০২১ ১২:৩৯ অপরাহ্ণ

শেখ মুজিব আমার পিতা:

শেখ মুজিব আমার পিতা: শেখ হাসিনার স্মৃতিকথামূলক দশটি প্রবন্ধ এই বইতে স্থান পেয়েছে চারটি ভাগে। প্রতিটি প্রবন্ধই লেখা হয়েছে ১৯৮৩ থেকে ১৯৯৪ সালের মধ্যে। যে বছরগুলোতে বারেবারে পরিবর্তনের ঢেউ অশান্ত করে তুলেছিলো বাংলাদেশকে। 'শেখ মুজিব আমার পিতা' প্রবন্ধে শেখ হাসিনা তুলে ধরেছেন বঙ্গবন্ধু সম্পর্কে তার ঘনিষ্ঠতার নানা গল্প। যেখানে হাসিনার দাদি একদিন দেখেন- 'তাঁর খোকা চাদর জড়িয়ে হেঁটে হাসছে। পরনে পায়জামা পাঞ্জাবি নেই। কি ব্যাপার? এক গরীব ছেলেকে তার শতচ্ছিন্ন কাপড়ে দেখে সব দিয়ে এসেছে শেখ মুজিব।'

শেখ মুজিব সম্পর্কে হাসিনার অন্য আরেকটা বিবরণ বেশ মর্মান্তিক। অনেক দিনে জেলে থাকার পর নিজ বাবাকে ভুলে যাওয়া পিতাকে দেখে ভাই শেখ কামাল অনুমতি চেয়ে বলে,- "হাসুপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।"

'স্মৃতির দখিন দুয়ায়', 'স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনার' এমনই দশটি প্রবন্ধ নিয়ে গড়ে উঠে এ গ্রন্থটি। ১৯৮৭ সালের গণ আন্দোলোনে মাঠেই ছিলেন শেখ হাসিনা। তার সামনেই গুলি করা হয় নুর হোসেনকে। বই উল্লেখ করেন, ''শেষ কথায় তিনি নুর হোসেনকে বলেছিলেন, 'জামাটা গায়ে দাও, একি সর্বনাশ করেছো, ওরা যে তোমাকে গুলি করে মারবে।' জবাবে নুর হোসেন হাসিনার দিকে মাথাটা এগিয়ে দিয়ে বলে, 'জান দিয়া দিমু আপা, শুধু মাথায় হাত বুলাইয়া দ্যান'

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি