Loading..

প্রেজেন্টেশন

১৪ অক্টোবর, ২০২১ ০৯:৩৫ পূর্বাহ্ণ

স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ?
একটু দাঁড়াও আমি তৈরী হয়ে নিই ।
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ?
তেমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার । ওটা নয়, ওটা চুল ।
এই হলো আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো,–না, না, না,
-ওটা নয়, ওটা কন্ঠনালী, গরলবিশ্বাসী এক শিল্পীর
মাটির ভাস্কর্য, ওটা অগ্নি নয়, অই আমি–আমার যৌবন ।

কবি নির্মলেন্দু গুণের পুরো নাম হচ্ছে নির্মলেন্দু গুণ প্রকাশ চৌধুরী, আর এই ‘চৌধুরী’ পদবি অবশ্য কবির বংশ পরম্পরা থেকে আসেনি। কবির জন্মের কিছু বছর আগে তাঁর বাবা সুখেন্দু গুণ প্রকাশ গৌরীপুরের জমিদারের কাছ থেকে চারটি গ্রামের তালুকদারী কিনে নেন আর সেই কারণে কবির নামের শেষে চৌধুরী যুক্ত হয়ে যায়।

কবি নির্মলেন্দু গুণ মূলত একজন আধুনিক কবি। তাঁর কবিতায় শ্রেণীসংগ্রাম, স্বৈরাচার-বিরোধিতা, প্রেম ও নারী ইত্যাদি বিষয় বার বার উঠে এসেছে। কবি জন্মেছিলেন নেত্রকোণার বারাহাট্টার কাশবন গ্রামে। ১৯৪৫ সালের ২১ জুন জন্মগ্রহণ করা এ কবি ‘প্রেমাংশুর রক্ত চাই’ নামক কাব্যগ্রন্থের মাধ্যমে আলোচনায় আসেন। প্রথম কাব্যগ্রন্থ তাঁকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। বিশেষ করে হুলিয়া কবিতাটি সর্বমহলে সমাদৃত হয় এবং পরবর্তীতে এই কবিতার উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেন। সাহিত্যের তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৮২ সালে বাংলা একাডেমী পুরষ্কার, ২০০১ সালে একুশে পদক এবং সর্বশেষ ২০১৬ সালে স্বাধীনতা পদক অর্জন করেন।

আজ উপস্থাপন করছি নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বই-এর কবি নির্মলেন্দু গুণ চৌধুরি  রচিত "স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো" কবিতাটি।


শিক্ষার্থী শিখতে পারবে -

কবি নির্মলেন্দু গুণ এর কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবে
কবিতাটি প্রমিত উচ্চারণে পড়তে পারবে
কঠিন শব্দের অর্থ ও টিকা সম্পর্কে বর্ণনা করতে পারবে
কবি নির্মলেন্দু গুণ গভীর মমত্বের সঙ্গে যে ইতিহাস ঐতিহ্যের  কথা বলেছেন তা ব্যাখ্যা করতে পারবে 

নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য : পদ্যাংশের লিংক সমূহ -

১। বঙ্গবাণী   

২। কপোতাক্ষ নদ  

৩। জীবন সঙ্গীত   

৪। জুতা-আবিস্কার

৫। ঝর্ণার গান

। মানুষ

৭।সেই দিন এই মাঠ

৮। পল্লিজননী

৯। আশা

১০। আমি কোনো আগন্তুক নই

১১। রানার

১২। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা

১৩ । আমার পরিচয়

নিবেদক,

আব্দুল্লাহ আত তারিক

*** জেলা অ্যাম্বেসেডর, মাগুরা সদর, মাগুরা ***

*** সেরা কনটেন্ট নির্মাতা মার্চ - ২০২১ ***

*** a2i - Aspire to Innovate ও বাংলা ভাষা শিক্ষক পর্ষদের যৌথ উদ্যোগে ব্যাবহারিক বাংলা বানান ও প্রমিত উচ্চারণচর্চা বিষয়ক ২ (দুই) দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণে ৬ষ্ঠ স্থান ***