Loading..

উদ্ভাবনের গল্প

১৮ অক্টোবর, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ

১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস”-২০২১ উদযাপন উপলক্ষে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে “আমার প্রিয় শেখ রাসেল” বিষয়ে উপস্থিত বক্তৃতা এবং আইসিটি বিষয়ে কুইজ প্রতিযোগিতা।

“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম‌্য আত্নবিশ্বাস” এই প্রতিপাদ‌্যকে সামনে নিয়ে, আজ ১৮ অক্টোবর ২০২১ জাতীয়ভাবে দেশব‌্যাপি যথাযোগ‌্য মর্যাদায় পালিত হলো “শেখ রাসেল দিবস”-২০২১। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলা প্রশাসনের সার্বিক ব‌্যবস্থাপনায় , উপজেলা অডিটরিয়ামে  শেখ রাসেল দিবসের বিভিন্ন কর্মসুচী পালিত হয়। কর্মসূচীটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল‌্য অর্পন,“আমার প্রিয় রাসেল” বিষয়ে  উপস্থিত বক্তৃতা ও আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সরকারি কলারোয়া জি কে এম কে পাইলট মাধ‌্যমিক বিদ‌্যালয়, কলারোয়া গার্লস পাইলট মাধ‌্যমিক বিদ‌্যালয়, খোর্দ্দ মাধ‌্যমিক বিদ‌্যালয়,বামনখালি মাধ‌্যমিক বিদ‌্যালয়,কলারোয়া আলিয়া মাদ্রাসা, ও সোনাবাড়িয়া সম্মিলিত মাধ‌্যমিক বিদ‌্যালয়ের ৮ থেকে ১২ বছর বয়সী,৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহন করে। আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতাটি কলারোয়া উপজেলা নির্বাহী আফিসার, জনাব, জুবায়ের হোসেন চৌধুরী নিজেই পরিচালনা করেন।