Loading..

খবর-দার

১৯ অক্টোবর, ২০২১ ০৫:৫৮ অপরাহ্ণ

জেনেটিক রোগ নিয়ে সচেতনতা বাড়াবেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী

উইভারের মতো জেনেটিক রোগ সম্পর্কে সবাইকে সচেতন করতে কাজ করবেন বিশ্বের লম্বা নারী তুরস্কের রুমেইশা গেলগি (২৪)।

তিনি এখন বিশ্বের সবচেয়ে লম্বা নারী। কয়েক দিন আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার।

রুমেইশার উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি। ২০১৪ সালে রুমেইশার বয়স যখন ১৮, তখনও বিশ্বের সবচেয়ে লম্বা মেয়ে হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছিল।  খবর বিবিসির।

জন্ম থেকেই উইভার সিনড্রোমে আক্রান্ত রুমেইশা। উইভার সিনড্রোম এক ধরনের বিরল জিনগত রোগ। এই রোগে আক্রান্তরা অস্বাভাবিক হারে বাড়তে থাকেন।

রুমেইশা বলেন, উইভারের মতো জেনেটিক রোগ সম্পর্কে সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবেন। মানুষকে এই সিনড্রোম সম্পর্কে জানাতে চান তিনি।

নিজেকে সুন্দরভাবে পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন রুমেইশা। সবসময় ঘুরতে ভালোবাসেন তিনি।

প্রসঙ্গত বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষও তুরস্কের বাসিন্দা। নাম সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ২ দশমিক ৮ ইঞ্চি।