Loading..

প্রকাশনা

২৭ অক্টোবর, ২০২১ ১০:১৪ অপরাহ্ণ

ভালবাসা
বাবার কাঁধে স্বপ্ন দোলে
-------------------------------
আমার বাবা সোনা ফলায়
সোনার মাটির গর্ভে,
তাই না দেখে আমার বাবার
বুক ভরে যায় গর্বে।
রোদ,বৃষ্টি, ঝড় পাড়ি দিয়ে
মাথার ঘাম পায়ে ফলে,
বাবার জন্য খাবার নিয়ে
যাচ্ছি মোরা ক্ষতে চলে।
কুচি মুখের হাসি দেখে
বাবা আসে দৌড়ে কাছে,
আদর মাখা বুকে জড়িয়ে
খাবার গুলো রাখে পাছে।
হলুদ রঙের জমির ফাঁকে
যাচ্ছি যেন হাওয়ায় ভেসে,
বাবা আমার চলছে হেটে
সাত বেহারার পালকি সেজে।
বাবার কাছে সবই সমান
পারলে নেয় মাথায় তুলে,
দেখে যাও তোমরা গ্রামবাসী
বাবার কাঁধে স্বপ্ন দোলে।
আনিসুর রহমান
২৭/১০/২১

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি