Loading..

ভিডিও ক্লাস

০৬ নভেম্বর, ২০২১ ০৫:৫৯ অপরাহ্ণ

নবাব স্যার সলিমূল্লাহর জীবনী-

নবাব স্যার সলিমূল্লাহর জীবনী-

উত্তরঃ- নবাব স্যার সলিমূল্লাহ ভারত উপ-মহাদেশে শ্রেষ্ট্র রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। এই মহান পুরুষ ১৮৭১ সালের ৭ জুন ঢাকার বিখ্যাত নবাব পরিবারে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবন সমাপ্তির পর ডেপুটি-ম্যাজিস্ট্রেটের চাকুরি করে ,কিছুদিন পর চাকুরি ছেড়ে রাজনীতিতে যোগদেন। নবাব স্যার সলিমূল্লাহ  ছিলেন ঢাকার নবাব পরিবারের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। কার্যত তার নেতৃত্বেই গুনেই আজকের এই  ঢাকার আধুনিক শহর। এ মহৎ প্রাণ পুরুষ ১৯১৫ সালে নবাব স্যার সলিমূল্লাহ মৃত্যুবরন করেন। এই উপ-মহাদেশে যখন মুসলমানেরা বিভিন্ন ভাবে লাঞ্চিত,নির্যাতত ও অবহেলিত তখন নবাব স্যার সলিমূল্লাহ পূর্ব-বাংলার মানুষের ভাগ্যের উন্নয়েনের জন্য ব্যাপক শিক্ষার প্রসার করেন। বাংলার মুসলমানদের নবজাগরণে ও বাংলার স্বাধীনতা সংগ্রামের পটভূমিকায় নবাব স্যার সলিমুল্লার অবদান চির-ভাস্বর হয়ে থাকবে।