Loading..

ম্যাগাজিন

২৬ আগস্ট, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

আধুনিক কবিতা
জোনাকির মেলা নুর-এ-আলম ঝিলু মেঘমুক্ত এক অন্ধকার রাত কয়েক বন্ধু মেলে পথ চলা, আকাশে তারকার মিছিল এর ঝিকিমিকিতে আমরা মুগ্ধ, অতীতেতে যেনো হারিয়ে গেলাম। আরো কিছুদূর এগিয়ে গেলাম গ্রাম ছাড়িয়ে এক উদ্দাম মাঠ, এখানে এসে থমকে দাড়ালাম অসংখ জোনাকির মেলা; অংশ বিশেষ নয় পুরো মাঠ যেনো ওদের দখলে। হাজারে হাজারে নয়, লাখে লাখে ওরা আলো ছড়াছে ছন্দে ছন্দে; এ যেনো চলছে কিসের আয়োজন বিশেষ কারো জন্য প্রহরের পালা। মৃদু মন্ধ বাতাস- তারকার ঝলকানি- জোনাকির আলো- এ যেনো এক প্রকৃতির আপূর্ব সমন্বয়। ঘটনাটি বহু বছর চলে গেছে কিন্তু আজও আমায় দুলা দেয় মন চলে যায় দূর অজানায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি