Loading..

খবর-দার

০৩ ডিসেম্বর, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ

এবার দেশ সেরা চাঁপাইনবাবগঞ্জ।

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শিরোনামে আয়োজিত রচনা প্রতিযোগিতায় জাতীয়ভাবে সেরা জেলা হিসেবে স্থান করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। ৪৯ হাজার ৩৮৩টি রচনা জমা দিয়ে জেলা পর্যায়ে সেরা জেলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ।
জানা গেছে, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান, সোনার বাংলা গড়ার প্রত্যয়, স্বাধীনতা সংগ্রামের প্রকৃত তাৎপর্য অনুধাবন ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ে এ রচনা প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। এতে সারা দেশের ১ লাখ ৫১ হাজার ৫১৬টি রচনার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকেই ৪৯ হাজার ৩৮৩টি রচনা জমা দেন শিক্ষার্থীরা। তারা প্রত্যেকেই একটি করে রচনা লেখেন।
এর মধ্যে ১৯ হাজার ৫২১টি রচনা জমা দিয়ে সারাদেশে উপজেলাগুলোর মধ্যে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। এছাড়া ১১ হাজার ৪২২টি রচনা দিয়ে সেরা উপজেলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা এবং ৮ হাজার ১৯০টি রচনা জমা দিয়ে সেরা হয়েছে শিবগঞ্জ উপজেলা। এদিকে এই অর্জনের জন্য জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জেলার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।