Loading..

খবর-দার

১৩ জানুয়ারি, ২০২২ ০৮:২৯ পূর্বাহ্ণ

এলার্জির প্রধান কারণগুলো মূলত কয়েকটি ভাগে বিভক্ত


এলার্জির প্রধান কারণগুলো মূলত কয়েকটি ভাগে বিভক্তঃ

(ক) শ্বাসনালীপথেঃ ধূলোবালি,ধোঁয়া, প্রসাধন রেণু, পরাগ বা ফুলের রেণু, খড়ের গুড়ো ইত্যাদি;

(খ) খাদ্যদ্রব্যঃ গরুর মাংস, ডিম, ইলিশ ও চিংড়ি মাছ, বেগুন, কচু, ফুলকপি,  পাকা কলা, দুধ ইত্যাদি ;

(গ) ঔষধপত্রঃ আয়রন বা লৌহ জাতীয় ঔষধ, এসপিরিন, সেলিসিলেট, পেনিসিলিন, সালফোনেমাইড, সিরাম, ভ্যাকসিন, হরমোন, টেট্রাসাইক্লিন এবং আরও অনেক; 

(ঘ) ত্বকের স্পর্শেঃ সাবান, রং ও অন্যান্য প্রসাধনি, সিনথেটিক কাপড়, মোজা(যেমন: নাইলন,টেরিলিন ইত্যাদি), পালক, পশম এবং অনুরূপ জিনিস পত্র;

(ঙ) সংক্রামক পদার্থঃ জীবাণু, ছত্রাক ও অন্যান্য পরজীবী;

(চ) নানা জাতীয় কীট-পতঙ্গঃ বিছা, সাপ ইত্যাদির দংশন;

(ছ) প্রাকৃতিক উৎসঃ আলো, তাপ, শৈত্য বা ঠাণ্ডা এবং প্রাকৃতিক,  কৃত্রিম ও রাসায়নিক দ্রব্যাদি।