Loading..

খবর-দার

১৬ জানুয়ারি, ২০২২ ০২:০৪ অপরাহ্ণ

ভোটকেন্দ্র থেকে তৈমুরের দুই কর্মীকে আটকের অভিযোগ

ভোটকেন্দ্র থেকে তৈমুরের দুই কর্মীকে আটকের অভিযোগ 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ফতুল্লার হাজিগঞ্জ এলাকার ১১ নম্বর ওয়ার্ডের আইইটি স্কুলকেন্দ্র থেকে দুজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৷ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহ আলম (৫৫) ও জামাল (৫০) নামে দুজনকে আটক করা হয়৷ স্থানীয় ও তাদের আত্মীয়দের দাবি— এ দুজন স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকারের সমর্থক। তাদের বাড়ি ফতুল্লার নিউ হাজিগঞ্জ এলাকায়৷

শাহ আলমের স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামী তৈমুরের কর্মী। হাতির ব্যাজ লাগানো থাকায় পুলিশকেন্দ্র থেকে তাকে আটক করে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. তৌফিকুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের বাইরে কী হয়েছে আমার জানা নেই৷ তবে কেন্দ্রের ভেতর কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হচ্ছে ৷ এখন পর্যন্ত ১৮.৫০ শতাংশ  ভোটগ্রহণ গ্রহণ করা হয়েছে বলে জানান ওই  কর্মকর্তা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন জানান, সন্দেহজনকভাবে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করার কারণে দুজনকে  আটক করা হয়েছে ৷