Loading..

প্রকাশনা

১৭ জানুয়ারি, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারি এলে

ফেব্রুয়ারি এলে

উম্মে শারমিন

ফেব্রুয়ারি এলে-

যখন বনে বনে শিমুল পলাশ ফোটে

আমার ভাইয়ের রক্তে রাঙানো দিনটি মনে ওঠে।

মায়ের মুখে প্রথম বুলি জন্ম নিয়েই শুনি, 

সেই ভাষাটি ভাইরা আমার কেড়ে নিতে দেয়নি।

ফিরিয়ে আনতে মায়ের ভাষা নেমেছিল রাজপথে,

সেই রাজপথ পরিনত হলো রক্ত রঞ্জিত পথে।

সেই রক্ত দিয়ে সাজে শিমুল পলাশ ফুল,

বর্ণমালা অ আ ক খ আমায় করে আকুল।

এই বর্ণ এই ধ্বনি মায়ের মুখে শুনি,

এই বর্ণ দিয়ে আমি কাব্যমালা বুনি।

ফাগুনেতে ফেব্রুয়ারির ২১ তারিখ এলে,

ভাইদের আমার বরণ করি বর্ণমালা দিয়ে।

ভাইরা আমার বলে ওঠে যত ভাষাই শেখ,

ভুলো না'ক বাংলা ভাষা যতন করে রেখ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি